বিনোদন ডেস্ক : Doordarshan -এ আট ও নয়ের দশকের ফেমাস কমেডি ধারাবাহিক ছিল Mr Yogi। দেখুন তো সেই ধারাবহিকের ভাইরাল হওয়া ক্লিপিং-এর এই তারকাকে চিনতে পারছেন কিনা (Mohan Gokhale)।
তিনি ছিলেন আট ও নয়ের দশকের জনপ্রিয় অভিনেতা । টেলিভিশনের ধারাবাহিক থেকে বড় পর্দায় চুটিয়ে কাজ করেছিলেন। নয়ের দশকের ছেলেমেয়েদের কাছে পপুলার সেই চরিত্র কমল হাসানের সঙ্গে চেন্নাইতে হে রাম ছবির শ্যুটিং করতে গিয়েই মারা যান। ১৯৯৯ সালের ২৯ এপ্রিল রাতটাই ছিল তাঁর জীবনের শেষ রাত হৃদরোগে আক্রান্ত প্রয়াত হন আট ও নয়ের দশকের এই জনপ্রিয় অভিনেতা। দেখুন তো ছবিটি দেখে আপনি এই অভিনেতাকে চিনতে পারেন কিনা।
হ্যাঁ, তিনি নান আদার দ্যান মোহন গোখলে। অনেকের স্মৃ্তিতেই আজ হয়তো প্রয়াত অভিনেতা মোহন ফিকে হয়ে গিয়েছে। বলিউডের একাধিক ছবিতে অভিনয় করে সেই যুগের দর্শকের মনে স্থায়ী আসন তৈরি করে নিয়েছিলেন মোহন। কয়েক দশক পার করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রয়াত অভিনেতার ছবি।
নয়ের দশকের দূরদর্শনের জনপ্রিয় কমেডি ধারাবাহিক মিস্টার যোগীর মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। এই ধারাবাহিক থেকেই মোহনের একটি ছবি আগুনের গতিতে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। উল্লেখ্য, দর্শকের কাছে মিস্টার যোগী হিসাবেই পরিচিত হয়ে উঠেছিলেন মোহন গোখলে।
টেলিভিশন, সিনেমায় অভিনয়ের পাশাপাশি বেশ কিছু নাটকেও অংশ নিয়েছিলেন প্রয়াত অভিনেতা মোহন। তবে দুঃখের বিষয় একটাই যে তাঁর মতো একজন প্রতিভাবান শিল্পী আজ সকলের স্মৃতিতে একেবারে ফিকে। ইন্ডাস্ট্রি থেকে মোহনের মতো এক উজ্জ্বল নক্ষত্র কী ভাবে আচমকা হারিয়ে গেল সেটা সত্যিই বুঝতে পারেনি আট ও নয়ের দশকের দর্শক।
মারাঠি অভিনেতা মোহন গোখলে হিন্দি, গুজরাতি আর মারাঠি ভাষায় কাজ করেছিলেন। সাতের দশকে এই তিনটি ভাষতেই কাজ করেছিলেন। কিন্তু, ১৯৮৫ থেকে ১৯৯০ -এর সময়টায় টেলিভিশন ইন্ডাস্ট্রি অন্য ধরনের কাজ দর্শকের সামনে পরিবেশন করতে শুরু করে। সেই সময় রামায়ন, মহাভারতের সিরিয়ালগুলি দেখে দর্শকের মনে একটা ধারণা তৈরি হয়েছিল যে তাঁরা সরাসরি ভগবানের দর্শন পাচ্ছেন। সেই সময় নিজের প্রতিভাকে চ্যালেঞ্জ করেছিলেন মোহন। Hum Log’, ‘Buniyaad’, ‘Bharat Ek Khoj’, ‘Shaktiman’-এ তাঁর অভিনয় সমৃদ্ধ করেছিল দর্শককে।
ছোটবেলা থেকেই নাটকের প্রতি বিশেষ আকর্ষণ ছিল তাঁর। বিভিন্ন পুরস্কারও পেয়েছিলেন প্রয়াত অভিনেতা মোহন। পুনেতে নিজের নাট্য অ্যাকাডেমি গঠন করেছিলেন। সেখানে প্রথম নানা পাটেকারের মারাঠি নাটক Bhau Muraro প্রদর্শিত হয়েছিল। মোহনর নাট্য কেরিয়ার শুরু হয়েছিল Ferrari নাটকের হাত ধরে। মারাঠি শো Shwetambra দিয়ে টেলি দুনিয়ায় পা রেখেছিলেন মোহন গোখলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।