বিনোদন ডেস্ক : ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির অয়ন আর আলিজের রসায়ন এখনও দর্শকরা ভোলেননি। সেই জুটির বন্ধুত্ব, প্রেম দেখে মুগ্ধ হয়েছিলেন তাঁরা। বলিপাড়ার অন্দরে কান পাতলেই আবার শোনা যেত, বড় পর্দার অয়ন এবং আলিজে, তথা রণবীর কাপুর এবং আনুশকা শর্মার প্রেম পর্ব বাস্তবেও শুরু হয়েছে। মাঝেমধ্যেই একসঙ্গে সময় কাটাতে দেখা যেত দুই তারকাকে।
তবে রণবীর-আনুশকা সত্যিই কোনোদিন সম্পর্কে ছিলেন কিনা তা কোনোদিন জানা যায়নি। পর্দার আলিজে এখন বিরাট কোহলির স্ত্রী, ভামিকার মা। অপরদিকে রণবীরও চলতি বছরই আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। খুব শীঘ্রই বাবা হতে চলেছেন তিনি। তবে দুই তারকার বিষয়ে এসব কথা অনেকে জানলেও, খুব কম অনুরাগীই জানেন, রণবীরের ‘অসভ্যতা’ সহ্য না করতে পেরে আনুশকা একবার শ্যুটিং ফ্লোরেই তাঁকে মেরেছিলেন।
বড়পর্দার অয়ন-আলিজে বাস্তবে বেশ ঘনিষ্ঠ। এই দুই তারকার গলায়-গলায় বন্ধুত্বের কথাও অনুরাগীদের অজানা নয়। টিনসেল টাউনের সেই ‘কাছের বন্ধু’ রণবীর কী এমন করেছিলেন যে চুপ করে থাকতে পারেননি বিরাট কোহলির স্ত্রী?
আসলে বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায়, রণবীর কাপুর বেশ দুষ্টু। ঠাট্টা-তামাশা-খুনসুটি তাঁর খুব পছন্দেরও। শ্যুটিং ফ্লোরেও কাজের ফাঁকে সময় পেলেই সহকর্মীদের সঙ্গে এমনটা করে থাকেন তিনি। তবে মাঝেমধ্যে রণবীরের সেই মজা বেলাগাম হয়ে যায়। আনুশকার সঙ্গেও ঠিক এমনটাই হয়েছিল।
ঋষি-পুত্র নাকি একবার আনুশকার সঙ্গে এমন এক মজা করেছিলেন যা অভিনেত্রী সহ্য করতে পারেননি। শ্যুটিং ফ্লোরেই সকলের সামনে কাঁদতে শুরু করে দিয়েছিলেন তিনি। জানা যায়, সেই ঘটনা নাকি শেষ পর্যন্ত হাতাহাতি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এরপর একবার সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময়েও এই বিষয়ে মুখ খুলেছিলেন আনুশকা।
অভিনেত্রী বলেছিলেন, ‘রণবীর আমার খুব কাছের বন্ধু। ওঁর সঙ্গে কাজ করতে আমার বেশ ভালোলাগে। তবে কাজ করতে গিয়ে আমাদের মধ্যে প্রচুর ঝগড়া হয়। মাঝেমধ্যে তো সেই ঝগড়া হাতাহাতির পর্যায়েও পৌঁছে যায়। একবার এমন হয়েছিল, ওঁর ব্যবহার সহ্য করতে পারিনি। খুব কষ্ট হয়েছিল আমার। ওদিকে আবার, সেদিনই আমাদের রোম্যান্টিক দৃশ্য শ্যুট করার কথা ছিল। তাই ঠিক করে কাঁদতেও পারিনি’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।