বিনোদন ডেস্ক : একটি আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগ এনে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি পরিচিত শুটিং হাউজে নাটক ও সিনেমার শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় আবাসিক এলাকা কল্যাণ সমিতি। ২০ জুলাই ইস্যুকৃত এক নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট বাড়িতে শুটিংয়ের কারণে এলাকায় জনসমাগম বৃদ্ধি পাচ্ছে, রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
তাদের দাবি, আবাসিক এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং হাউজ পরিচালনা করা নীতিমালার পরিপন্থী, যা পরিবেশ নষ্ট করছে এবং সেক্টরবাসীর ন্যায্য অধিকার ক্ষুণ্ণ করছে। তবে টেলিভিশন নাটকের শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’ এই অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
উত্তরা ৪ নম্বর সেক্টরের ‘লাবনী শুটিং হাউজ’ নামের এই স্থাপনাটি বন্ধের নির্দেশনার প্রতিবাদ জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ। সংগঠনের সাধারণ সম্পাদক অভিনেতা রাশেদ মামুন অপু জানান, একটি মহল দীর্ঘদিন ধরে এই শুটিং হাউজটি উচ্ছেদের পাঁয়তারা করছে।
তিনি বলেন, ‘এটি বাংলাদেশের অন্যতম পুরনো শুটিং হাউজ। এর আগেও বহুবার এলাকার কিছু চক্র শুটিং হাউজটি উচ্ছেদ করতে চেয়েছে এবং প্রতিবারই আমাদের প্রতিবাদের মুখে তারা সরে এসেছে। এবার তারা আবারও একই কাজ করছেন। তারা যে কারণটা দেখিয়েছেন সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।