বিনোদন ডেস্ক : গোটা দুনিয়া এখন কোমর দোলাচ্ছে, পা মেলাচ্ছে ‘নাটু নাটু’ গানের তালে। ছবিতে জুনিয়র এনটিআর ও রাম চরণে দুর্দান্ত ‘সিঙ্ক’ই গানে অন্য মাত্রা এনে দিয়েছিল। এই গান সম্পর্কে এবার মজার তথ্য দিলেন জুনিয়র এনটিআর। তিনি বলেন, ‘নাটু নাটু’র স্টেপ বিশেষ কঠিন ছিল না, শক্ত ছিল দুজনের একসঙ্গে সিঙ্ক হওয়া। তাঁর নাকি এখনও পায়ে যন্ত্রণা হয়, জানান অভিনেতা। কেন?
‘এখনও পায়ে যন্ত্রণা হয়’
‘আর আর আর’ ছবির গান ‘নাটু নাটু’ এখন বিশ্বের দরবারে সমাদৃত। এই গানের হাত ধরেই ভারতে প্রথম প্রবেশ করে ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’। এই গানের দুর্দান্ত নাচের ফ্যান সকলে। তবে সেই স্টেপস পর্দায় ফুটিয়ে তুলতে পরিশ্রমও নেহাত কম করতে হয়নি। প্রত্যেকদিন তিন ঘণ্টা করে এই গানের রিহার্সাল করতে হত তাঁদের।
এক সাক্ষাৎকারে জুনিয়র এনটিআরকে জিজ্ঞেস করা হয়, এই ছবির এমন কোনও মুহূর্ত যা ওঁর কাছে এখনও স্মরণীয়। তাঁর কথায়, ‘আমাদের কোনও আন্দাজই ছিল না। ওই গানটা শ্যুট করার অভিজ্ঞতা, আমি বলতে গেলেও পায়ে যন্ত্রণা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘স্টেপসগুলো কঠিন ছিল না কিন্তু সিঙ্ক করানোটা কঠিন ছিল। প্রত্যেকদিন তিন ঘণ্টা করে প্র্যাক্টিস করতে হত। গানের শ্যুটিং চলাকালীনই রিহার্সাল করতাম… ওই গানটার শ্যুট হওয়ার এক সপ্তাহ আগে থেকে রিহার্স করতাম এবং তারপর সেটেও রিহার্সাল দিতাম। পুরোটাই শুধুমাত্র সিঙ্করোনাইজেশনের জন্য।’
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়ে কেমন লাগছে? তিনি বলেন, ‘একজন অভিনেতা আর কী চাইতে পারেন, একজন চলচ্চিত্র নির্মাতা বিশ্বব্যাপী সিনেমার সবচেয়ে বড় উদযাপন, অস্কারের অংশ হতে পেরে আর কী চাইবেন।’ তাঁর কথায়, ওই বিশেষ দিনে রেড কার্পেটে তিনি একজন অভিনেতা হিসেবে নয় বরং একজন ভারতীয় হিসেবে হাঁটবেন।
এর মধ্যেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে ‘নাটু নাটু।’ অস্কারের দৌড়েও অনেকে বাজি রাখছেন এস এস রাজামৌলি পরিচালিত RRR-র বিপুল জনপ্রিয় গানেটির উপর। গত কয়েক মাস ধরেই ‘নাটু নাটু’-র তালে তাল মিলিয়ে নেচে উঠেছে পশ্চিমি দুনিয়া।
একাধিক ভিডিও-ও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। তুমুল জনপ্রিয়তার প্রেক্ষাপটেই রাম চরণ হালে এক সাক্ষাৎকারে বলেন, ‘সব মঞ্চ তো আমাদের পারফরম্যান্সের জন্য নয়। তবে আমরা অস্কারে থাকলে এবং সেখান থেকে এমন কোনও অনুরোধ এলে, কেন পারফর্ম করব না? দর্শকদের আনন্দ দেওয়ার থেকে বেশি খুশি আমরা আর কোনও কিছুতেই হই না। ওঁরাই আমাদের সব দিয়েছেন।’ তবে অস্কার-মঞ্চে গোটা গানটির সঙ্গে নাচ করা খুব কঠিন, সে কথাও জানান রাম চরণ। অভিনেতার কথায়, ‘ভীষণ পরিশ্রম হয়, সাংঘাতিক এনার্জি লাগে। কিন্তু হুক স্টেপ তো করাই যেতে পারে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।