শ্যুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন দীপিকা

দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক : মানসিক অবসাদে ভুগছেন দীপিকা পাড়ুকোন? বেশ কিছু দিন ধরেই সে নিয়ে জল্পনা বলিপাড়ায়। শ্যুটিংয়ের সেটে তিনি অসুস্থ হয়ে পড়লেন মঙ্গলবার।

দীপিকা পাড়ুকোন

বৈজয়ন্তী ফিল্মসের প্রযোজনায় কল্পবিজ্ঞানমূলক ছবি ‘প্রজেক্ট কে’-র শ্যুটিং চলছিল। মঙ্গলবার সেই দক্ষিণী ছবির সেটে থাকাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জানান, তাঁর মাথা ঘুরছে, শ্বাস নিতে পারছেন না। সেই পরিস্থিতিতে তাঁকে দ্রুত হায়দরাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে ভর্তি করিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন।

জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই মানসিক টানাপড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন দীপিকা। তাঁর রক্তচাপ জনিত সমস্যা দেখা দিচ্ছে প্রায়শই। হাসপাতাল সূত্রে খবর, কিছু ক্ষণ পর অভিনেত্রী সুস্থ বোধ করায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিচ্ছে রণবীর-ঘরনির।

সংবাদ সংস্থা সূত্রে খবর, সুস্থ হয়ে কাজে ফিরে এসেছেন অভিনেত্রী। তবে ছবির দলের সদস্যদের তরফে এখনও অবধি কোনও বিবৃতি মেলেনি।

নতুন জাতের কলা জি নাইন, প্রতি কাঁদিতে কলা ধরবে ২০০টির মত

নাগ অশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’ শ্যুটিংয়ের কাজে গত কয়েক মাস ধরেই হায়দরাবাদে আছেন দীপিকা। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা প্রভাস। অমিতাভ বচ্চন এবং দিশা পটানিকেও ছবিতে দেখা যাবে।