জুমবাংলা ডেস্ক : স্বর্ণ চোরা চালানকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছে আসলাম মির্জা (৪৫) নামের এক যুবদল নেতা। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের দায়ে দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়া আসলাম মীর্জা মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের বীরকাকালী গ্রামের মামুদ আলীর ছেলে। তিনি ধামশ্বর ইউনিয়নের যুবদলের সহ-সভাপতি পদে ছিলেন। আসলাম বর্তমানে স্বর্ণ চোরাচালার মামলায় কারাগারে আছেন।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের ১৫ জানুয়ারি বিমান বাংলাদেশের ফ্লাইটে ভোর ৩টায় দাম্মাম থেকে ঢাকা বিমান বন্দরে পৌঁছায় আসলাম মির্জা। এরপর সোয়া ৫টায় ব্যাগেজ ঘোষণা ব্যতীত গ্রিন চ্যানেল অতিক্রমকালে বিমান বন্দর কাস্টমস কর্মকর্তার কাছে তার গতিবিধি সন্দেহজনক লাগলে তার সঙ্গে থাকা ব্যাগ স্কান করে প্রায় ৭শ’ গ্ৰাম স্বর্ণের খোঁজ পায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বহনকৃত স্বর্ণ ক্রয়ের কোনো রশিদ, ভ্যাট-ট্যাক্সের কাগজ দেখাতে না পারায় শুল্ক গোয়েন্দারা তাকে আটক করে। ব্যাগ তল্লাশি করে সোনার বার, কয়েনসহ চুড়ি, হার, আংটি, চেইন, কানের দুল, লকেট, রতনচুর, ব্রেসলেট, গহনার টুকরো পাওয়া যায়। যার ওজন ৬৭৪ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর আসলামকে আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসলাম সোনা চোরাচালানে যুক্ত রিমান্ডে তা স্বীকার করেন। দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা আনছেন তিনি।
‘আমার স্ত্রী মাকসুদাকে মেরে ফেলেছি,আমাকে থানায় নিয়ে যান’ : স্বামী
এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সালাউদ্দিন সেলিম এবং সদস্য সচিব আব্দুস সালাম স্বাক্ষরিত প্যডে আসলাম মির্জাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।