নাচের জন্য ছোট ব্লাউজ, পরিচালকের প্রস্তাব শুনে যা বলেছিলেন নোরা

বিনোদন ডেস্ক : ‘সত্যমেব জয়তে’ ছবির গান ‘দিলবর’-এ নোরা ফতেহির নাচ রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিল। অভিনেত্রীর নাচে কুপোকাত হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু প্রথম দিকে একেবারেই এই গানের সঙ্গে নাচতে রাজি হননি নোরা। তাঁকে নাকি এই গানের সঙ্গে নাচের জন্য খুব চাপা একটি ব্লাউজ পরতে বলা হয়েছিল।

এক সাক্ষাৎকারে নোরা জানান, এই গানে নাচার জন্য তিনি নাকি পারিশ্রমিকও পাননি। তার সঙ্গে ব্লাউজের মাপ দেখে অবাক হয়ে যান নোরা। অভিনেত্রীর কথায়, “আমাকে ব্লাউজটা দেখানোর পরেই আমি কাজটা থেকে সরে আসতে চেয়েছিলাম। ব্লাউজটা খুবই ছোট ও চাপা ছিল। বলেই দিয়েছিলাম, আমি এই কাজটা করতে পারব না। জোর করে যৌ-ন আবেদন আনতে বলবেন না আমাকে। বুঝতে পেরেছি, এই গানে যৌ-ন আবেদন রয়েছে। তবে আমাদের মধ্যে স্বাভাবিক ভাবেই যৌ-ন আবেদন রয়েছে। সেটাকে অশ্লীল রূপ দেওয়ার চেষ্টা করবেন না।”

গানের শুটিংয়ের দিন নোরার জন্য আলাদা করে একটি ব্লাউজ বানিয়ে আনা হয়। এই ব্লাউজ পরে তুলনামূলক স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন অভিনেত্রী। নোরা বলেন, “এই পোশাকটি দেখেও অনেকেই যৌ-ন আবেদন খুঁজে পেয়েছেন। তবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। আমার কাছে সেটাই বড় কথা। আগে যে ব্লাউজটা দেওয়া হয়েছিল, সেটা পরতে পারতাম না।”

নেতার ছেলের সঙ্গে সাইফকন্যার প্রেম

গানটির জন্য নাচের শুটিং কেমন হবে সেই বিষয়ে ছবির পরিচালকের সঙ্গে দীর্ঘ আলোচনাও করেছিলেন নোরা ফতেহি। পারিশ্রমিক না নেওয়ার বিষয়ে নোরা পরিচালককে বলেছিলেন, “অর্থ উপার্জন করার সময় এখন নয়। নিজেকে প্রমাণ করাই এখন আমার লক্ষ্য। খ্যাতি অর্জন করতে হবে। পরিচিতি পেতে হবে।”