বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গরম যেন কমার কোনো নামই নেই। বরং দিনকে দিন বেড়েই চলেছে। অগত্যা তাই ভরসা হিসেবে এসিকে বেছে নিচ্ছেন সবাই। গরমের পুরো চাপই সামলে নিচ্ছে যন্ত্রটি। আর তাই অনেকের এসিই নষ্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় এসিতে আগুন লেগে যাওয়ার ঘটনাও ঘটছে।
গরমে শর্ট সার্কিটের কারণে বেশিরভাগ সময় এসিতে আগুন লাগার খবর পাওয়া যায়। বৈদ্যুতিক ওভারলোড এবং যন্ত্রের অতিরিক্ত উত্তাপের কারণে এমনটা হয়। কেন এসিতে শর্ট সার্কিট হয় চলুন তা জেনে নিই-
বিশ্রাম না দেওয়া
অতিরিক্ত গরম পড়ায় দিনব্যাপী এসি চালাতেই থাকেন অনেকে। তবে মনে রাখবেন, এটিও একটি মেশিন। বিশ্রাম না দিলে এটি অতিরিক্ত গরম হয়ে যাবে। এসি অতিরিক্ত গরম হয়ে গেলে শর্ট সার্কিট হতে পারে। তাই মাঝেমধ্যে কিছু সময়ের জন্য যন্ত্রটিকে বিশ্রাম দিন।
ফিল্টার পরিষ্কার না করা
এসি থেকে ঠান্ডা বাতাস চাইলে নির্দিষ্ট সময় অন্তর এর ফিল্টার পরিষ্কার করা জরুরি। অনেকেই আছেন ফিল্টার পরিষ্কারের দিকে মনোযোগ দেন না। এসি ফিল্টারে ধুলোর পুরু স্তর জমে গেলে ঠান্ডা বাতাস দিতে এসিকে বেশি পরিশ্রম করতে হয়। এতে বিদ্যুৎ বিল তো বেশি আসেই, সেসঙ্গে এসি অতিরিক্ত গরম হয়। তাই প্রতি মাসে অন্তত একবার এসি পরিষ্কার কর উচিত।
আউটডোর ইউনিট পরিষ্কার না রাখা
স্প্লিট এসির আউটডোর ইউনিট টেরেস বা ব্যালকনিতে রাখা হয়। ফলে পাতা বা যেকোনো আবর্জনা সেখানে সহজেই প্রবেশ করতে পারে এবং ভেতরে লেগে থাকতে পারে। আউটডোর ইউনিট থেকে বাতাস আটকে গেলে, যন্ত্রটি দ্রুত গরম হতে পারে। তাই পাইপ বা স্প্রে দিয়ে খুব আলতোভাবে আবর্জনা পরিষ্কার করুন।
আউটডোর ইউনিট যেখানে রেখেছেন, তার চারপাশে কমপক্ষে দুই ফুট ফাঁকা জায়গা রাখুন। এতে বায়ুপ্রবাহ অব্যাহত থাকবে।
আলাদা সার্কিট না রাখা
যেকোনো এয়ার কন্ডিশনার-এর জন্য আলাদা সার্কিট থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই একটি এক্সটেনশন বোর্ড বা তারের সঙ্গে সংযুক্ত করে এসি চালানোর পরামর্শ দেওয়া হয়। নয়তো সার্কিটের উপর এটি লোড রাখতে পারে এবং অতিরিক্ত গরম হতে পারে যা থেকে শর্ট সার্কিট বা আগুনের লাগার ঘটনা ঘটতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।