আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে হওয়া একটি রায়কে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। তাতে বলা হয়েছে, খাটো পোশাক পরে, উত্তেজক অঙ্গভঙ্গির নাচ অশালীন নয়।
সম্প্রতি হওয়া ওই রায়ে বলেছে, খাটো পোশাক পরে মেয়েদের উত্তেজক ভঙ্গিতে নাচ কোনও অশালীন, অশোভন বিষয় নয়। প্রাইভেট প্লেসে এই ধরণের নাচ চলতেই পারে।
ঘটনাসূত্রে জানা যায়, নাগপুরের ত্রিকরতে বলে একটি জায়গায় প্যারাডাইস টাইগার রিসোর্টে গত মে মাসে এইরকম একটি নাচের আসর নিয়ে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারা অনুযায়ী প্রকাশ্যে অশালীন আচরণের একটি মামলা আনে। আর ঐ মামলার রায় দিতে গিয়ে বিচারকরা এমন রায় দিয়েছেন।
বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ জানায়, যদিও ওই রিসোর্টে ওই সময় থাকা অনেক মানুষজনের হাতে মদের গ্লাস ছিল এবং তারা দশ রূপির নোটও ছুঁড়ে মারছিলো তাও এই নাচকে উত্তেজক এবং অশালীন বলা যাবে না কারণ এটি একটি ক্যাপটিভ প্রাইভেট প্লেসে হচ্ছিলো। রিসোর্টকে কখনোই পাবলিক প্লেস বলা যায় না।
বেঞ্চটির বিচারকরা আরো বলেন, ইদানিং ভারতীয় সমাজে মেয়েদের খাটো পোশাক পরতে দেখা যাচ্ছে। সিনেমায়-টিভিতে এইরকম খাটো পোশাক ও নাচ দেখা যাচ্ছে। সেন্সর বোর্ড তা আটকায় না। তাই এখানেও এই নাচকে অশ্লীল আখ্যা দেওয়ার অবকাশ নেই।
আবেদনকারীদের পক্ষে বলা হয়েছিল যে, শান্তিরক্ষকরা অযথা নীতি পুলিশের ভূমিকা নিচ্ছে। বোম্বে হাইকোর্টের এই রায়ে রীতিমতো মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।