বিনোদন ডেস্ক : বলিউডে বর্ষীয়ান তারকা দম্পতিদের মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। আগামী বছর তারকা এই দম্পতির ৫০ বছর পূর্তি হতে চলেছে। সম্প্রতি এক পডকাস্টে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন তার বিয়ের কিছু গোপন তথ্য ফাঁস করেন। তিনি জানান, অমিতাভ তাকে বিয়ে করতে একটি শর্ত সামনে রাখেন। জয়াও সেটা মেনে নেন।
জয়া বচ্চনের নাতনি নব্যার ‘হোয়াট দ্য হেল নব্যা’ পডকাস্টে এসে ‘শোলে’ অভিনেত্রী বলেন, ‘আমরা অক্টোবরে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ সেই সময় আমার কাজ কিছুটা কম ছিল। সেই সময় উনি (বিগ বি) আমায় বলেন যে তিনি কখনই এমন স্ত্রী চান না যে ৯টা ৫টার চাকরি করবে। অমিতাভের ভাষায়, কাজ কর এবং তুমি অবশ্যই কাজ করবে কিন্তু নিয়মিত নয়। অমিতাভ বিয়ের আগে জয়াকে সিনেমা বেছে করতে এবং সঠিক মানুষের সঙ্গে কাজ করার পরামর্শ দেয়।
শেষ পর্যন্ত অমিতাভ-জয়ার বিয়ে অক্টোবরে নির্ধারিত তারিখের আগেই জুন মাসে হয়। জয়া জানান, তাদের দুজনের ‘জঞ্জীর’ সিনেমা হিট হওয়ার পর তারা ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু বিগ বি-এর অভিভাবকরা সেই সময় জানিয়েছিলেনএকসঙ্গে ঘুরতে যেতে হলে তাদের অবশ্যই আগে বিয়ে করে নিতে হবে। তাই অমিতাভ-জয়া তাদের বিয়ে অক্টোবর থেকে জুনে এগিয়ে নিয়ে আসেন। ১৯৭৩ সালের ৩ জুন জয়া বচ্চনের দিদার মুম্বাইয়ের বাড়িতে এই বিবাহ বাসর বসে।
জয়া ওই আলোচনায় ‘আধুনিক ভালোবাসা: রোম্যান্স ও আক্ষেপ’ নিয়েও কথা বলেন। এই পডকাস্টে তার সঙ্গে মেয়ে শ্বেতা বচ্চনও ছিলেন। এই আলোচনায় জয়া এও জানান যে, তারা অক্টোবরে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই কারণেই যে জয়া তার সব সিনেমার শুটিং সেই সময় শেষ করে ফেলতে পারতেন। জয়া এরপর বলেন, ‘আমাদের সময়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ ছিল না। কিন্তু এখনকার প্রজন্মের সেটা আছে এবং তারা ব্যবহারও করছে। আর করবে নাই বা কেন? দীর্ঘ সম্পর্কের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ’
এরপরেই নাতনি নভ্যার জন্য পরামর্শ দেন জয়া, এখন যেহেতু রোম্যান্স অনেক কমে গিয়েছে, তাই নভ্যার উচিত নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা। জয়া খুব স্পষ্ট করেই বলেন, ‘আমার কোনও অসুবিধা নেই যদি তুমি বিয়ে ছাড়াই সন্তানের জন্ম দাও। আমার কোনো অসুবিধাই নেই।’ কাজের ক্ষেত্রে জয়াকে পরবর্তীকালে দেখা যাবে করণ জোহরের আগামী সিনেমা ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’তে। যেখানে রণবীর সিং, আলিয়া ভাট, শাবানা আজমি ও ধর্মেন্দ্রকে দেখা যাবে প্রধান চরিত্রে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।