জুমবাংলা ডেস্ক : কুমিল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র্যাব। র্যাবের দাবি, এ ঘটনায় মাদক কারবারিদের তিনজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছে। এছাড়া মাদক কারবারিদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক র্যাব সদস্য।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
আহতদের সকলকেই কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত ১২ টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাংবাদিকদের জানান, ‘র্যাবের সদস্যরা মাদক বিরোধী অভিযানে গেলে মাদক কারবারিরা হঠাৎ র্যাব সদস্যের উপর গুলি ছোঁড়া শুরু করে। এক পর্যায়ে আত্মরার্থে র্যাবও গুলি চালায়। মাদক কারবারিদের গুলিতে রুবেল নামে র্যাবের একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছে।
মেডিকেলে সুযোগ পেয়েও ভর্তি নিয়ে অনিশ্চয়তায় জেলেপল্লীর মারুফা
আর মাদক কারবারি দলের তিনজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছে। আহতদের সকলেই হাসপাতালে ভর্তি আছে। আমরা ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানাবো। তবে তাৎক্ষণিভাবে আহত মাদক কারবারিদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি। গুলিবিদ্ধদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।