আন্তর্জাতিক ডেস্ক : শাবকসহ শুটিং সেটে ঢুকে পড়ল চিতাবাঘ। বুধবার (২৬ জুলাই) মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গোরেগাঁও ফিল্ম সিটিতে মারাঠি টিভি সিরিয়ালের শুটিং চলাকালে সেটে চিতাবাঘ ঢুকে পড়ে। এ পরিস্থিতিতে উপস্থিত লোকজন দৌড়ে বিভিন্ন দিকে ছুটে যান। পরে বনদপ্তরের কর্মকর্তারা এসে চিতাবাঘ ও তার শাবককে সরিয়ে দেয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
#WATCH | A leopard, along with its cub, entered the sets of a Marathi TV serial in Goregaon Film City, Mumbai yesterday.
All Indian Cine Workers Association president Suresh Shyamlal Gupta says, "More than 200 people were present at the set, someone could have lost life. This… pic.twitter.com/m1YgSXARl6
— ANI (@ANI) July 27, 2023
অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুরেশ শ্যামলাল গুপ্তা বলেন, ‘শুটিং সেটে ২ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ ঘটনায় কারো প্রাণ যেতে পারতো!
নিজেকে আরও আকর্ষণীয় দেখাতে শরীরের যে অঙ্গটি পাল্টিয়েছেন মাধুরী
গত ১০ দিনে এটি তৃতীয় বা চতুর্থ ঘটনা। অথচ এ বিষয়ে সরকারি বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।