শুটিং সেটে হঠাৎ ঢুকে পড়ল চিতাবাঘ, ভাইরাল ভিডিও

চিতাবাঘ

আন্তর্জাতিক ডেস্ক : শাবকসহ শুটিং সেটে ঢুকে পড়ল চিতাবাঘ। বুধবার (২৬ জুলাই) মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে এ ঘটনা ঘটে।

চিতাবাঘ

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গোরেগাঁও ফিল্ম সিটিতে মারাঠি টিভি সিরিয়ালের শুটিং চলাকালে সেটে চিতাবাঘ ঢুকে পড়ে। এ পরিস্থিতিতে উপস্থিত লোকজন দৌড়ে বিভিন্ন দিকে ছুটে যান। পরে বনদপ্তরের কর্মকর্তারা এসে চিতাবাঘ ও তার শাবককে সরিয়ে দেয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুরেশ শ্যামলাল গুপ্তা বলেন, ‘শুটিং সেটে ২ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ ঘটনায় কারো প্রাণ যেতে পারতো!

নিজেকে আরও আকর্ষণীয় দেখাতে শরীরের যে অঙ্গটি পাল্টিয়েছেন মাধুরী

গত ১০ দিনে এটি তৃতীয় বা চতুর্থ ঘটনা। অথচ এ বিষয়ে সরকারি বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’