রাহুলের প্রেমে মজে ঘুমাতে পারছেন না শ্রদ্ধা

rahul

বিনোদন ডেস্ক : ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এ কাজ করার সময় ঘনিষ্ঠতা বাড়ে শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির। তারপর থেকে বেশ কিছু দিন ধরেই তারা ডেটিং করছেন। ‘স্ত্রী ২’ ইনস্টাগ্রাম স্টোরিতে রাহুল মোদির সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন শ্রদ্ধা কাপুর। নতুন ছবিতে শ্রদ্ধা ও রাহুল সাদা পোশাকে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে ছিলেন। শ্রদ্ধা রাহুলের হাত ধরে হাসছেন।

rahul

ক্যাপশনে তিনি লিখেছেন— ‘দিল রাখ লে, নিন্দ তো ওয়াপাস দে ইয়ার (আমার হৃদয় কেড়ে নাও, অন্তত আমার ঘুমটা ফিরিয়ে দাও)।’ সঙ্গে হাসিমুখ আর লাল হৃদয়ের ইমোজি।

এটা ইনস্টাগ্রাম অফিসিয়াল! শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি দিয়েছেন। তারা দুজনে অনেক দিন ধরেই ডেট করছেন। এবার ভালোবাসায় শিলমোহর দিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ইনস্টাগ্রামে করলেন রাহুল মোদির সঙ্গে তার সম্পর্ককে অফিসিয়াল।

শ্রদ্ধা কাপুরকে আগামীতে স্ত্রী ২ তে দেখা যাবে। এটি হরর কমেডি ইউনিভার্সে রাজকুমার রাও ও শ্রদ্ধাকে ফিরিয়ে আনবে। গত সপ্তাহে মুনজিয়ার সঙ্গে ছবিটির টিজার মুক্তি পেয়েছে। দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস প্রযোজিত স্ত্রী ২ হরর-কমেডি ইউনিভার্সের অংশ, যার মধ্যে স্ত্রী, রুহি এবং ভেড়িয়ার মতো সিনেমা রয়েছে। আগামী ১৫ আগস্ট ‘স্ত্রী-২’ মুক্তি পাবে।

উল্লেখ্য, এর আগে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির সেটে দুজনের প্রথম দেখা হয়, সেখান থেকেই বন্ধুত্ব আর প্রেমে রূপ নেয়। রাহুল ছবিটির লেখক ছিলেন। প্রসঙ্গত চলতি বছরের মার্চ মাসে শ্রদ্ধাকে ‘আর’ লেখা একটি পেন্ডেন্ট পরে থাকতে দেখা যায়, যা রোমান্সের গুজবে আরও ঘি ঢেলেছিল।

এর পর তাদের একসঙ্গে দেখা গিয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাকবিবাহ অনুষ্ঠানে। গত বছর মুম্বাইয়ে এক নৈশভোজের পরও তাদের একসঙ্গে ডেট করতে দেখা যায়।

সাদা শাড়িতে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললেন মৌ সুন্দরী

হিন্দুস্তান টাইমস এর আগে জানিয়েছিল, ‘একসঙ্গে ছবি তুলতে চায় না ওরা। সম্পর্কটা একেবারেই ব্যক্তিগত রাখতে চায়। এখনই এটাকে জনসমক্ষে নিয়ে আসাতে রাজি নয়’। তবে বোঝা গেল, আশিকি ২ অভিনেত্রী বর্তমানে তৈরি তার প্রেমকে এবার জনসম্মুখে আনতে।