বিনোদন ডেস্ক : আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ২’। মুক্তির সপ্তাহ খানেক আগে থেকেই শুরু হয়েছে ছবিটির অগ্রিম বুকিং। যেখানে বেশ ভালোই ব্যবসার আভাস মিলছে ছবিটির।
স্যাকনিল্কের সূত্রে জানা গেছে, অগ্রিম বুকিংয়ে ‘স্ত্রী ২’ এখন পর্যন্ত প্রায় ৪ লক্ষ টিকেট বিক্রি হয়েছে। যার মূল্য প্রায় সাড়ে ১১ কোটি। যা লক্ষ্য করলে বোঝা যায়, এই সিনেমা শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারের খুব ভালো একটি টার্ন হতে পারে।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত অমর কৌশিক পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী’ এর জনপ্রিয়তার প্রেক্ষিতেই প্রায় ৬ বছর পর মুক্তি পেতে যাচ্ছে ভৌতিক হাস্যরসযুক্ত এ সিনেমার সিক্যুয়েল। আর মুক্তির তারিখ হিসেবে ভারতের স্বাধীনতা দিবসকেই (১৫ আগস্ট) বেছে নিয়েছেন নির্মাতা।
এদিকে ট্রেড অ্যানালিস্টদের দাবি, মুক্তির প্রথম দিনেই ‘স্ত্রী ২’ ৩০ থেকে ৩৫ কোটি রুপি ব্যবসা করতে পারে। যার মধ্যে বিশেষ প্রিমিয়ারের হিসেব ধরা নেই। তবে এই ছবি যদি মানুষের মনে স্থান করতে পারে তাহলে প্রথম দিনের আয়ের পরিমাণ ৪০ কোটিতেও পৌঁছতে পারে।
চলতি বছরে বলিউডে বেশ কিছু ভাল ব্যবসা করা ছবির হদিশ মিলেছে। প্রাথমিক হিসেব বলছে, সেই তালিকায় এবার নাম লেখাবে ‘স্ত্রী ২’। এমনকি চলচ্চিত্র বিশ্লেষকরা এটাও ধারণা করছে, দীপাবলির বড় মুক্তি পর্যন্ত এই বছরের সর্বোচ্চ ব্যবসা করা ছবিও হতে পারে এটি।
‘স্ত্রী ২’ ছবিতে শ্রদ্ধা ছাড়াও রয়েছেন রাজকুমার রাও। আগের মতোই বিট্টু আর জনার চরিত্র ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছেন অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রুদ্র হিসেবে আবারও দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠিকে।
এছাড়াও ছবিতে রয়েছে বড় এক চমক। তিনি বরুণ ধাওয়ান। সেই সঙ্গে ছবির একটি আইটেম গানে দেখা যাবে তামান্না ভাটিয়াকেও।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।