শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তি কত জানেন?

বিনোদন ডেস্ক : শ্রেয়া ঘোষাল, বাংলার গর্ব। রিয়্যালিটি শো থেকে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন এই গায়িকা। ছোট থেকেই গানের সঙ্গে তাঁর সংযোগ।

তাঁর সুরেলা কণ্ঠস্বরে বারবার মন দিয়েছেন শ্রোতারা। গানের সাধনা করেই গোটা দেশের নয়নমণি হয়ে উঠেছেন তিনি।

জানেন কি ভারতের সেরা ১০ ধনী গায়িক-গায়িকার তালিকায় থাকা প্রথম দিকেই নাম শ্রেয়া ঘোষালের? তিনি একটা গান করতে কত টাকা নেন জানেন?

শ্রেয়া ঘোষাল একটি গানের জন্য আনুমানিক পারিশ্রমিক নিয়ে থাকেন ২৫ লাখ টাকা। তবে এক্ষেত্রে ভারতে সর্বাধিক পারিশ্রমিক A.R.Rahman-এর।

তিনি একটি গান করতে নিয়ে থারেন মোট ৩ কোটি টাকা। তবে শ্রেয়া ঘোষাল সব থেকে বেশি ধনী বলেই দাবি করছে গুগুল।

সোশ্যাল মিডিয়ায় প্রিয় সেলেবদের নিয়ে নানা প্রশ্ন করলেই মিলে যায় উত্তর। এবার সেখান থেকে জানা গেল, শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তির পরিমাণ ১৮৫ কোটি টাকা।

তবে ভারতের বুকে সবথেকে ধনী হলেন তুলসী কুমার। তিনি ২০০ কোটির মালিক। তবে শ্রেয়া ঘোষাল সব থেকে বেশি চর্চিত ও প্রশংসিত নাম।

তাঁর একটি গান মানেই হিট। সুন্দর কণ্ঠের জন্য সকলের নজরের কেন্দ্রে তিনি বারবার জায়গা করে নিয়েছেন। শ্রেয়া মানেই হিট।