বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। নিজের কাজ নিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি বহুবার। তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মুম্বাইয়ের হিট মেকার্স প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের মাধ্যমে কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সঙ্গে কলকাতায় থাকা বাংলাদেশ উপদূতাবাসের চুক্তি হয়।
উক্ত কোম্পানি শ্রেয়ার অনুষ্ঠানের জন্য উপদূতাবাস থেকে আট লাখ টাকা অগ্রিম নেয়। এই ৮ লাখ টাকা পেয়েছেন বলে স্বীকার করে শ্রেয়া ঘোষাল নামের একটি ইমেইল অ্যাকাউন্ট থেকে ধন্যবাদও জানানো হয় দূতাবাসকে। যদিও এ বিষয়ে শ্রেয়া সরাসরি সম্পৃক্ত কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কলকাতায় থাকা বাংলাদেশের উপদূতাবাসে। শ্রেয়া ঘোষালের নাম ভাঙিয়ে দূতাবাসের সঙ্গে ৮ লাখ টাকার প্রতারণা করেছে সংস্থাটি। তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাস।
এ বিষয়ে কলকাতা পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যে সংস্থাটি শ্রেয়া ঘোষালের নাম ভাঙিয়ে দূতাবাস থেকে টাকা হাতিয়ে নিয়েছে, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এদিকে আরও জানা যায়, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
বাংলাদেশ উপদূতাবাসের একটি সূত্র থেকে জানা যায়, মূলত এ বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মুম্বাইয়ের হিট মেকার্স প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের মাধ্যমে কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সঙ্গে উপদূতাবাসের চুক্তি হয়। উক্ত কোম্পানি শ্রেয়ার অনুষ্ঠানের জন্য উপদূতাবাস থেকে আট লাখ টাকা অগ্রিম নেয়। এই ৮ লাখ টাকা পেয়েছেন বলে স্বীকার করে শ্রেয়া ঘোষাল নামের একটি ইমেইল অ্যাকাউন্ট থেকে ধন্যবাদও জানানো হয় দূতাবাসকে।
অগ্রিম সেই ৮ লাখ টাকা হিট মেকার্সের ডিরেক্টর কৃষ্ণকুমার শর্মার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল বলে জানিয়েছে দূতাবাস। তারা আরও জানান, এ বিষয়ে আরও তদন্ত শুরু হবে। কিন্তু ঈদের ছুটি থাকায় এখন কোনো বিষয়ে পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। তাই ঈদের ছুটি শেষ হলেই সবাইকে জানানো যাবে।
তবে এ প্রসঙ্গে সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের এখনও কোনো মন্তব্য পায়নি কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস কর্মকর্তারা।
ডিসক্লেইমার: জুমবাংলা ডট কমে পূর্বে নিউজটি ভুল শিরোনামে প্রকাশিত হয়। ফ্যাক্টওয়াচ টিম সংবাদের তথ্য ‘ভুল’ হিসেবে চিহ্নিত করার সাথে সাথে জুমবাংলা টিম সংবাদের তথ্য আবারও যাচাই করে এবং সংবাদটি আপডেট করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।