বিনোদন ডেস্ক : চেনা ছকের বাইরে একটু অন্যধারার ছবি এখন জায়গা করে নিচ্ছে দর্শকের মনে। জমকালো গল্পের ভিড়ে এখন মন কাড়ছে সাদামাটা গল্প। সঙ্গে যদি থাকে হাসির খোরাক তাহলে তো আর কথাই নেই। এবার কৌতুক ছবির গল্পে থাকবে টানটান রহস্য। ছবির নাম ‘আদিম’। পরিচালনায় অমিতাভ চট্টোপাধ্যায়।
ছবির গল্পে এক দম্পতির সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। নিজেদের শেষ সুযোগ দিতে একান্তে সময় কাটাতে এক নিরিবিলি জায়গায় বেড়াতে যায় তারা। এদিকে, সেখানে গিয়ে নিজেদের সম্পর্ককে নতুন সুযোগ দেওয়ার আগেই ঘোর বিপদে পড়ে তারা। জড়িয়ে পড়ে এক রহস্যের জালে। সব মিলিয়ে যেমন হাসতে হাসতে নাজেহাল হবেন দর্শক। তেমনই গল্পের মোড়ে আকর্ষণ বাড়াবে রহস্য।
সূত্রের খবর, অভিনয়ে থাকছেন যুধাজিৎ সরকার, শ্রেয়া ভট্টাচার্য, তথাগত চৌধুরী ও অমৃতা মুখোপাধ্যায়। ছবির শুটিং হয়েছে বক্সা ও কলকাতা মিলিয়ে। বেশ কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে দারুণ প্রশংসিত হয়েছে ‘আদিম’। তার মধ্যে রয়েছে ‘মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এর মতো প্রখ্যাত ফেস্টিভ্যালগুলি। জানা যাচ্ছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।