টাইগার শিবিরে দু:সংবাদ: অসুস্থ হওয়ায় দোহা থেকে দেশে ফিরেছেন সুজন

সুজন

স্পোর্টস ডেস্ক: তিন ফরম্যাটের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে গেছে বাংলাদেশ দল। দলের সঙ্গে যোগ দিতে গিয়ে অসুস্থ বোধ করায় দোহা থেকে দেশে ফিরেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার পরিবর্তে ওবেদ রশীদ নিজাম ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দেবেন যাবেন বলে জানা গেছে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘সুজন ভাই অসুস্থ হওয়াতে কাতার থেকে দেশে ফিরেছেন। এখন উনি বাসায় বিশ্রামে আছেন। তার পরিবর্তে ওবেদ রশীদ নিজাম ভাই যাচ্ছেন। আগামী পরশু (১৫ জুন) তার ফ্লাইট। ’
সুজন
মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু গণমাধ্যমকে বলেন, ‘উনার (সুজন) প্রেশার খুব লো হয়ে গেছে। এজন্য মাঝপথেই দেশে ফেরেন সুজন ভাই। এখন বাসায় আছেন। উনার পরিবর্তে কে যাচ্ছেন এখনও ঠিক হয়নি। সুজন ভাইয়ের ভূমিকা আলাদা।’

আগামী ১৬ জুন অ্যান্টিগুয়ায় শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৪ জুন শুরু হবে দ্বিতীয় টেস্ট। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

নতুন Royal Enfield মোটরসাইকেল কিনলেন ক্রিকেটার শামি! দাম কত জানেন?