একসময় টলিউডের জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম ছিলেন দেব ও শুভশ্রী। পর্দার রসায়ন ছাড়াও বাস্তব জীবনেও ছিল তাদের গভীর সম্পর্ক। দীর্ঘদিন প্রেমের পর শেষমেশ ভেঙে যায় সেই সম্পর্ক।
বছর পেরিয়ে গেলেও পুরনো স্মৃতি আজও ভুলে যাননি শুভশ্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বিচ্ছেদের সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
জি বাংলার পুরনো রিয়েলিটি শো ‘হ্যাপি প্যারেন্টস ডে’-তে অতিথি হয়ে এসে জীবনের কঠিন সেই সময়ের কথা শোনান তিনি। শুভশ্রীর ভাষায়— “খুব অল্প বয়সেই জীবনের খারাপ সময়ের মুখোমুখি হয়েছিলাম। এক সময় কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ ছেড়ে দিই। ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির পর অভিনয় বন্ধ করে দিই।”
কিন্তু যেই সম্পর্কের জন্য সবকিছু ছেড়েছিলেন, সেটাই টিকিয়ে রাখা সম্ভব হয়নি। তখনই জীবনের অনিশ্চয়তা উপলব্ধি করেন নায়িকা।
তিনি বলেন— “সেই সময়ে আমি জীবনের চারটি বছর নষ্ট করেছি। মনের কষ্ট কখনো বাবা-মায়ের সঙ্গে ভাগ করে নিতে পারিনি। বাইরে হাসিখুশি থাকলেও, প্রতি পাঁচ মিনিট পরপর বাথরুমে গিয়ে কেঁদে আসতাম।”
তবে জীবনের সেই অধ্যায়ও শুভশ্রীকে হার মানাতে পারেনি। তার কথায়— “যখন আর হারানোর কিছু ছিল না, তখন ভাবলাম—যা পাব, সেটাই আমার প্রাপ্তি হবে। এরপর থেকেই ঈশ্বরের আশীর্বাদে জীবনে সাফল্য আসতে শুরু করে।”
ভালোবাসার প্রতি বিশ্বাস আজও অটুট তার। শুভশ্রী বলেন— “আমি কখনো ভালোবাসাকে অস্বীকার করিনি। অভিজ্ঞতা খারাপ হলেও ভালোবাসা এক অসাধারণ অনুভূতি। মানুষ জন্ম থেকেই ভালোবাসার খোঁজে থাকে। পেশা, অর্থ—সব পরে আসে। ভালোবাসা থাকলে সব কিছু সহজ হয়ে যায়।”
বর্তমানে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন শুভশ্রী। ছেলে ইউভানকে নিয়ে তার সংসার ভরা আনন্দে। এরই মাঝে প্রাক্তন দেবের সঙ্গে নতুন ছবি ‘ধুমকেতু’ নিয়ে আসছেন এই অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।