শচীনকন্যা সারা নাকি সাইফকন্যা সারা, শুভমন গিল আসলে কার?

স্পোর্টস ডেস্ক : মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে শুভমন গিল ৯২ রানে আউট হতেই শচীন কন্যা সারা টেন্ডুলকারের মুষড়ে পড়া মুখের ছবি বিশ্বের সব ক্রিকেট অনুরাগীরাই টিভির পর্দায় দেখেছেন। দেখেননি যেটা তা হলো পরমুহূর্তে শুভমনের ব্যাটিং ঘিরে সারার উচ্ছ্বাস। শুভমনের ব্যাটিং দেখতেই শচীনকন্যা সেদিন ওয়ানখেড়েতে এসেছিলেন। শুভমনও নিরাশ করেননি। মাঠের ধারে কাছে কিন্তু দেখা যায়নি সারা আলি খানকে। শুভমন গিলের আরেক প্রেমিকা।

সারা আলি খানের সঙ্গে শুভমনের ডেটিংয়ের কাহিনী এখন পুরনো। দুই সারারই ক্রিকেটিং পটভূমি আছে। এক সারা, সারা টেন্ডুলকার ভারতীয় ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারের কন্যা। অন্য সারা, সারা আলি খান, ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক নবাব পাতাউদির নাতনী।

কিন্তু, এই লড়াইতে শচীন কন্যা সারা কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছেন নবাব পাতাউদির নাতনী সারাকে। মুম্বইয়ে ম্যাচের দুদিন আগে রিলায়েন্সের জিও ওয়ার্ল্ডে মুকেশ আম্বানির দেয়া পার্টিতে ক্যামেরার লেন্সে ধরা পড়ে যায় শুভমন গিল ও সারা টেন্ডুলকার। ওই পার্টিতে পারফর্ম করে সারা আলি খান। কিন্তু, দুই সারা কেউ কারও সঙ্গে কথা বলেননি। শোনা যাচ্ছে যে সারা আলি খান নাকি পুরনো প্রেমিক কার্তিক আরিয়ানের কাছেই ফিরে গেছেন। দুই সারার লড়াইয়ে অনেক হ্যান্ডিক্যাপ নিয়ে এগিয়ে আছেন সারা-সারা টেন্ডুলকার।