বিনোদন ডেস্ক : বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার শুভমান গিল। তাঁর ‘লভ লাইফ’ আলোচনার কেন্দ্রে রয়েছে। গত বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আয়োজিত নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার শুভমান গিল ১৪৫ বলে কেরিয়ারের প্রথম ডবল সেঞ্চুরি করেছেন। এরপরই তাঁর ব্যক্তিগত জীবন বিশেষ করে ‘লভ লাইফ’ প্রচারের আলোয় উঠে এসেছে। এমন একটি দুর্দান্ত ইনিংসের পর সোশ্যাল মিডিয়া জুড়ে শুভমানের ব্যক্তিগত জীবন সম্পর্কে একাধিক প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে।
আগে শোনা গিয়েছিল যে সচিন তেন্ডুলকরের মেয়ে সারার সঙ্গে নাকি ডেট করছেন শুভমান গিল। এরপর শোনা গেল অন্য গল্প। সারা তেন্ডুলকর নন, সারা আলি খানের সঙ্গে শুভমান নাকি চুটিয়ে প্রেম করছেন। একটি পঞ্জাবি চ্যাট শো’য়ে (দিল দিয়া গল্লাঁ) এই ব্যাপারে শুভমানকে প্রশ্ন করা হলে, তিনি সেই গুঞ্জনকেই আরও উসকে দিয়েছিলেন। তবে সারা কিংবা শুভমান কেউই এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত মুখ খোলেননি।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি টুইট ভাইরাল হতে শুরু করেছে। সেখানে শুভমান গিল এবং সারা তেন্ডুলকরের এনগেজমেন্ট নিয়ে নেটিজেনরা জল্পনা করতে শুরু করেছেন। ব্যাপারটির যে আদৌ কোনও ভিত্তি নেই তা বলাই বাহুল্য।
ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের ফরম্যাটে দ্বিশতরান করলেন শুভমান গিল। আর এই রেকর্ড কায়েম করার সঙ্গে সঙ্গেই নেট নাগরিকরা শুভমানের সঙ্গে সারার সেই ‘প্রাক্তন’ সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করেন। একজন তো আবার ভারতের ব্যাটিং ঈশ্বর সচিন তেন্ডুলকরের সঙ্গে সারার ছবি পোস্ট করার পাশাপাশি লিখেছেন, ‘ব্রেকিং : সচিন তেন্ডুলকর শুভমান গিলের সঙ্গে সারার বাগদান ঘোষণা করেছেন।’ এই মিমে বাকী ইউজাররা জমিয়ে রিয়্যাক্ট করেছেন।
ইতিপূর্বে শুভমানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বলিউডে কোন অভিনেত্রীকে তাঁর সবথেকে ফিট বলে মনে হয়। সেইসময় তিনি সারা আলি খানের নাম উল্লেখ করেছিলেন। ওই একই ইন্টারভিউয়ে যখন সারা আলি খানের সঙ্গে তাঁর ডেটিংয়ের ব্যাপারে প্রশ্ন করা হয়, তখন ভারতীয় ক্রিকেট দলের এই তরুণ ওপেনার বলেছিলেন, ‘সারা দা সারা সচ বোল দিয়া। মে বি, মে বি নট।’
সূত্রের খবর, সারার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শুভমান। কিন্তু, সেটা সচিন কন্যা নাকি সইফ কন্যা সেই ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গত বুধবার পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেছেন শুভমান গিল। ইতিপূর্বে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, রোহিত শর্মা এবং ঈশান কিষান এই কৃতিত্ব অর্জন করেছেন। ১৪৫ বলে ২০৮ রান করেছিলেন শুভমান। শনিবার দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নেমেছে ভারত এবং নিউ জিল্যান্ড। এই ম্যাচেও শুভমান শতরান করতে পারেন কি না, সেটাই দেখার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।