শুধু গ্রিন কার্ডের জন্য আসিনি : শাকিব খান

শাকিব খান

বিনোদন ডেস্ক : গত ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাকিব খান। এরপরই গুঞ্জন ওঠে আমেরিকায় স্থায়ী হতে যাচ্ছেন দেশসেরা এই চিত্রনায়ক।

শাকিব খান

শোনা যাচ্ছিল গ্রিন কার্ড পেয়েই দেশে ফিরবেন শাকিব। এ বিষয়ে তিনি নিজের অবস্থান অনেক আগেই পরিষ্কার করেছেন। এবার আমেরিকায় নতুন সিনেমার মহরতে এই নায়ক বলেন, ‘দেশে গিয়ে অন্তত বলতে পারবো- শুধু গ্রিন কার্ডের জন্য ঘুরে আসিনি, সিনেমাও করেছি।’

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ মার্চ) ভোরে নিউ ইয়র্কের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে শাকিব প্রযোজিত নতুন সিনেমা ‘রাজকুমার’-এর মহরত। অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘আমরা আসলে চেষ্টা করছি একটি সুন্দর সিনেমা নির্মাণ করতে।

আজকে তো মাত্র সূচনা হলো। আজকে তো বলতে পারছি- আরে ভাই, আমেরিকায় গিয়ে শুধু গ্রিন কার্ডের জন্য ঘুরে আসিনি। আর কার্ডটা শুধু পকেটে নিয়ে আসিনি। সঙ্গে নিয়ে গেছি আমি আমার দেশকে, নিয়ে গেছি আমি আমার চলচ্চিত্রকে। এবং সেইদিন আর বেশি দূরে নয় যে, দেশের বাইরে সিনেমা মুক্তি দিয়ে আমরা লস পুষিয়ে নিতে পারবো।

সোহাগ-আদর নিয়ে মাথা ঘামাচ্ছি না : অনুপম রায়

এখন দেখা যাচ্ছে আমাদের দেশে হল সংখ্যা কমে গেছে। কিন্তু বাংলাদেশের বাইরে যদি আমরা আরও দেড়শ হল যুক্ত করি তাহলে বিষয়টি কী দাঁড়াবে? আমরা সেই পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছি।’

হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি।