বিনোদন ডেস্ক : বলিউডে এমন বহু নায়িকা রয়েছেন, যারা সংসার চালানোর জন্য অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। এখন নিজের অভিনয় গুণের মাধ্যমে নাম, যশ, খ্যাতি অর্জন করেছেন তাঁরা।
আবার এই বলিউডেই এমন বহু নায়িকা রয়েছেন যারা শুধুমাত্র নিজের স্বপ্নপূরণ করার জন্য অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন। এনাদের মধ্যে অনেকের জন্ম তো আবার রাজপরিবারে য়েছে। আজ বলিউডের ৮ রাজকুমারী নায়িকার পরিচয় একটু জেনে নেওয়া যাক।
সোহা আলি খান : শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খান পটৌডির কন্যা সোহা বলিউডের অন্যতম নামী অভিনেত্রীদের মধ্যে একজন। বলিপাড়ার এই সুন্দরী অভিনেত্রীর জন্ম নবাব পরিবারে হয়েছে। তাঁর ঠাকুরদা ছিলেন পটৌডির নবাব এবং ঠাকুরমা ছিলেন ভোপালের বেগম।
ভাগ্যশ্রী : সলমন খানের ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র নায়িকা ভাগ্যশ্রীও কিন্তু বাস্তবের রাজকুমারী। মহারাষ্ট্রের সাংলির রাজপরিবারে জন্ম এই সুন্দরী অভিনেত্রীর। বলিউডে কেবল নিজের স্বপ্ন পূরণ করার জন্য এসেছেন ভাগ্যশ্রী।
রিয়া এবং রাইমা সেন : টলিউড এবং বলিউডের অত্যন্ত পরিচিত মুখ হলেন রিয়া এবং রাইমা। তাঁদেরও জন্ম রাজপরিবারে। মুনমুন সেনের কন্যাদের ঠাকুরমা ছিলেন বরোদার রাজার মেয়ে। অপরদিকে রিয়া-রাইমার দিদিমা ছিলেন কোচবিহারের রাজকুমারী।
অদিতি রাও হায়দারি : বলিউডের এই সুন্দরী অভিনেত্রীর ঠাকুরদা যে রামেশ্বর রাও ওয়ানাপর্থী রাজ্যের নেতা ছিলেন। অপরদিকে অদিতির দাদু ছিলেন মহম্মদ সালেহ আকবর হায়দারি। এই বলি সুন্দরীর পিতা এবং মাতা দু’জনেরই জন্ম রাজপরিবারে হয়েছিল।
সোনল চৌহান : বলিউডের সুন্দরী অভিনেত্রী সোনলের নামও এই তালিকায় রয়েছে। ওনার জন্ম উত্তর প্রদেশের শাহি রাজপুত পরিবারে হয়েছিল। অর্থের অভাবে বয়, বরং নিজের স্বপ্ন পূরণ করার জন্য বলিউডে পা রেখেছিলেন সোনল।
সাগরিকা ঘাটগে : ‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে সুন্দরী সাগরিকাকে দেখা মন গলেছিল বহু দর্শকের। সেই অভিনেত্রীর জন্মও রাজপরিবারে হয়েছিল। ক্রিকেটার জাহির খানের ঘরণীর জন্ম কোলহাপুরের রাজপরিবারে হয়েছিল।
আলিশা খান : বলিউডের অত্যন্ত চেনা মুখ হলেন অভিনেত্রী আলিশা খান। উনিও বাস্তবের রাজকুমারী। আলিশার জন্ম মহম্মদ নবাব গাজিয়াউদ্দিনের শাহি পরিবারে হয়েছিল।
কিরণ রাও : বলিউডের নামী অভিনেত্রী এবং সুপারস্টার আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের নামও এই তালিকায় রয়েছে। তিনিও বাস্তবের রাজকুমারী। তেলেঙ্গানার ওয়ানাপর্থীর শাহি পরিবারে কিরণের জন্ম হয়েছিল। পরিবারে অর্থের অভাবের জন্য নয়, বরং নিজের স্বপ্ন পূরণ করার জন্য বলিউডে পা রেখেছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।