শুধু রাস্তায় নয় এবার আকাশেও উড়বে, শিগ্রই চালু হচ্ছে এই উড়ুক্কু গাড়ি

উড়ুক্কু গাড়ি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্যামসন স্কাই নামের আমেরিকার একটি সংস্থা তৈরি করছে এমন এক গাড়ি, যা উড়তে পারবে ডানা মেলে। সংস্থার দাবি, ঘণ্টায় সর্বোচ্চ ৩২২ কিলোমিটার বেগে উড়তে পারে গাড়িটি। সর্বোচ্চ উচ্চতা হবে ১৩ হাজার ফুট।

উড়ুক্কু গাড়ি

তিন চাকার স্পোর্টস কার। সে গাড়ি যেমন রাস্তায় চলে, তেমনই আবার আকাশে ওড়ে।

পরীক্ষামূলক ভাবে শুরু হতে চলেছে এমনই একটি গাড়ির উড়ান। সফল হলে অবসান হতে পারে প্রায় ১৪ বছরের প্রতীক্ষার। স্যামসন স্কাই নামে আমেরিকার একটি সংস্থা তৈরি করছে গাড়িটি। সংস্থার দাবি, সর্বোচ্চ ৩২২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উড়তে পারে গাড়িটি। সর্বোচ্চ উচ্চতা হবে ১৩ হাজার ফুট।

গাড়িটির প্রাথমিক নকশা অনুযায়ী উড়ানের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক যন্ত্রাংশ ছাড়া গাড়িটির দৈর্ঘ্য ৫.১ মিটার। প্রস্থ ১.৮ মিটার। অর্থাৎ, সাধারণ গ্যারাজেই ঢুকে যাবে গাড়িটি। সংস্থার দাবি, আরও এক বার রানওয়েতে পৌঁছে গেলে গাড়িটির ডানা মেলতে তিন মিনিটের বেশি সময় লাগে না। গাড়িটি বানাতে ১৪ বছর সময় লেগেছে। সম্প্রতি আমেরিকার ‘ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ গাড়িতে পরীক্ষামূলক উড়ানের অনুমতি দিয়েছে।

টুটুল-সোনিয়ার বিয়ে নিয়ে গোপন তথ্য দিলেন পার্থ মজুমদার

নির্মাতা সংস্থার দাবি, বাজারে আসার আগেই গাড়িটির অগ্রিম বরাত দিয়েছেন প্রায় ৫২টি দেশের দু’হাজার ১০০ জন। ভারতীয় মুদ্রায় দাম পড়বে প্রায় এক কোটি ৩৫ লক্ষ টাকা। তবে গাড়িটির সিংহ ভাগ যন্ত্রাংশই জুড়তে হবে বাড়ি আনার পর। সংস্থার দাবি, খুব সহজেই গাড়ির ৫১ শতাংশ যন্ত্রপাতি বাড়িতে আনার পর লাগিয়ে নিতে পারবেন গ্রাহকরা। গাড়িটিতে ১১৩ লিটারের একটি জ্বালানির ট্যাঙ্ক থাকছে। পুরো ভরে নিলে এক লপ্তে ভ্রমণ করা যাবে প্রায় ৭২৪ কিলোমিটার।