শুধু সালমান নন, বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় ছিলেন করণ জোহরও

সালমান ও করণ

বিনোদন ডেস্ক : গত বছরের ২৯ মে পাঞ্জাবের এক ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে গুলি করে মারা হয় গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে। সেই খুনে উঠে আসে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম। এর সপ্তাহ খানেক পরই এক চিঠি মারফত গুলে করে মারার হুমকি দেয়া হয় বলিউড সুপারস্টার সালমান খান ও তার বাবা সেলিম খানকে।

সালমান ও করণ

ওই ঘটনায়ও উঠে আসে লরেন্স বিষ্ণোই এবং তার তার গ্যাংয়ের নাম। এই গ্যাংয়েরই এক সদস্য সৌরভ মহাকাল। গায়ক সিধু মুসেওয়ালা খুনে তিনিও একজন অভিযুক্ত। সম্প্রতি পুলিশি জেরায় এই সৌরভ মহাকাল জানিয়েছেন, তাদের নিশানায় বলিউডের খ্যাতিমান পরিচালক এবং প্রযোজক করণ জোহরও ছিলেন।

পুণে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘মহাকালের পরিকল্পনা ছিল করণ জোহরকে ভয় দেখিয়ে পাঁচ কোটি টাকা আদায় করা। তবে তিনি পুলিশকে বিভ্রান্ত করার জন্যও এমনটা বলতে পারেন। কাজেই, মহাকালের দাবি কতটা সত্য, তা যাচাই করে দেখছে পুলিশ।’

কিছু দিন আগে এই মহাকালই দাবি করেছিলেন, লরেন্স বিষ্ণোইয়ের দল সালমান খানকে গুলি করে মারতে চেয়েছিল। তিনি দাবি করেন, এ কাজে তিনজনকে ঠিক করা হয়েছিল। তারা রাজস্থানের পালঘরে একটি কারখানায় কাজ করতেন। তারাই মুম্বাইয়ে এসেছিলেন হুমকি চিঠিটা দিতে।

যদিও পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, হুমকি চিঠি যারা দিয়েছিলেন, তাদের সঙ্গে পালঘরের সেই কারখানার কোনো সম্পর্ক নেই। আদৌ তারা ওখানে কাজ করেছেন কি না, তা নিয়েও সন্দেহ আছে। এরপর পুলিশ জানতে পারে, মহাকাল যে তিন দুষ্কৃতীর নাম বলেছিলেন, তারা রাজস্থানের একটি গয়নার দোকানে লুটপাট করার পর গ্রেপ্তার হয়।

সবদিক বিবেচনা করে সৌরভ মহাকালের বয়ান সেভাবে আর বিশ্বাস করতে পারছেন না তদন্তকারী পুলিশ কর্মকর্তারা। গত বছরের জুনে পুণের অপরাধ দমন শাখা মহাকালকে গ্রেপ্তার করে।

পানির দামে দুর্দান্ত ফিচার, একবার তেল ভরলে সারামাস চলবে এই বাইক

সালমান ও তার বাবাকে হুমকি চিঠি পাঠানোর ঘটনার পর মুম্বাইয়ের অপরাধ দমন শাখার তদন্তকারী একটি দল পুণেতে গিয়ে মহাকালের সঙ্গে কথা বলেন। গায়ক সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় মহাকাল অন্যতম বড় ভূমিকা পালন করেন বলে জানতে পারে পুলিশ কর্মকর্তারা।