ট্র্যাভেল ডেস্ক : সম্প্রতি শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স। গত ১৮ জুলাই প্রকাশিত নতুন সূচকে পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৬তম। শুধু পাসপোর্ট থাকলেই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
এর আগে গত ১০ জানুয়ারি পাসপোর্ট সূচক প্রকাশ করেছিলো ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স। সেখানে বাংলাদেশের অবস্থান ছিলো ১০১তম। বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে এ সূচক প্রকাশ করে।
কোন নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন তার ওপর গবেষণা করে এই সূচক তৈরি করা হয়। নতুন সূচকে দেখা যাচ্ছে, ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারেন বাংলাদেশি পাসপোর্টধারীরা।
এরমধ্যে ছয়টি এশিয়ার দেশ। এ ছাড়া আমেরিকার একটি, আফ্রিকার ১৫টি, ক্যারিবীয় অঞ্চলের ১১টি এবং ওশেনিয়ার ৭টি দেশ ও অঞ্চল রয়েছে। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা। তবে শ্রীলঙ্কার জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন বা ইটিএ নামের এক ধরনের অনুমোদনের প্রয়োজন হবে।
এশিয়া : * ভুটান
* কম্বোডিয়া (অন অ্যারাইভাল)
* মালদ্বীপ (অন অ্যারাইভাল)
* নেপাল (অন অ্যারাইভাল)
* শ্রীলঙ্কা (ইটিএ প্রয়োজন)
* পূর্ব তিমুর (অন অ্যারাইভাল)
আমেরিকা
* বলিভিয়া (অন অ্যারাইভাল)
আফ্রিকা
* বুরুন্ডি (অন অ্যারাইভাল)
* কেপ ভার্দে (অন অ্যারাইভাল)
* কমোরো দ্বীপপুঞ্জ (অন অ্যারাইভাল)
* জিবুতি (অন অ্যারাইভাল)
* গিনি-বিসাউ (অন অ্যারাইভাল)
* লেসোথো
* মাদাগাস্কার (অন অ্যারাইভাল)
* মৌরিতানিয়া (অন অ্যারাইভাল)
* মোজাম্বিক (অন অ্যারাইভাল)
* রুয়ান্ডা (অন অ্যারাইভাল)
* সেশেলস (অন অ্যারাইভাল)
* সিয়েরা লিওন (অন অ্যারাইভাল)
* সোমালিয়া (অন অ্যারাইভাল)
* গাম্বিয়া
* টোগো (অন অ্যারাইভাল)
* ক্যারিবীয়
* বাহামা
* বার্বাডোস
* ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড
* ডমিনিকা
* গ্রানাডা
* হাইতি
* জ্যামাইকা
* মন্টসেরাত
* সেন্ট কিটস অ্যান্ড নেভিস
* ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন
* ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
বাজার কাঁপাতে পানির দামে এলো দুর্ধর্ষ ডিজাইনের দুইটি অ্যাডভেঞ্চার বাইক
* ওশেনিয়া
* কুক আইল্যান্ড
* ফিজি
* মাইক্রোনেশিয়া
নুউয়ে
সামোয়া (অন অ্যারাইভাল)
টুভালু (অন অ্যারাইভাল)
ভানুয়াতু
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।