শুধু পর্দায় নয় বাস্তবেও অসাধারণ গান গায় পিলু ওরফে মেঘা দাঁ

শুধু পর্দায় নয় বাস্তবে

বিনোদন ডেস্ক : ‘পিলু’ ধারাবাহিকের অভিনেত্রী মেঘা দাঁ নিজের সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা দখল করতে খুব বেশিদিন সময় নেয়নি। প্রথম ধারাবাহিকেই এই মেয়েটিকে অগাধ ভালোবাসা দিয়েছেন দর্শক। আমজনতার ঘরে ঘরে ‘পিলু’ হয়ে উঠেছে এই মেয়েটি।

শুধু পর্দায় নয় বাস্তবে

অনেকেই হয়তো জানেন, নাচের রিয়েলিটি শো থেকেই অভিনয় জগতে পা রেখেছেন মেঘা। তিনি একজন অসাধারণ নৃত্যশিল্পী। তবে জানলে অনেকেই অবাক হবেন শুধু নাচ নয় গানেও পারদর্শী পিলু। হ্যাঁ, পর্দার মতোই বাস্তবেও অসাধারণ গান গায় মেঘা। এককথায়, প্রচুর ট্যালেন্টেড মেঘা।

সম্প্রতি একটি রিলে গান গেয়ে দর্শকদের চমকে দিয়েছে এই অভিনেত্রী। নিজের ইন্সটায় একটি ভিডিও শেয়ার করেছেন মেঘা। আর এই ভিডিওতে খালি গলায় কেশরী সিনেমার গান গাইছেন অভিনেত্রী। তাঁর গানের গলা শুনে মুগ্ধ নেটিজেন। অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শ্রোতারা।