শুভমানের শ্যালক হতে চলেছেন শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার

সচীনপুত্র

স্পোর্টস ডেস্ক : সচিন টেন্ডুলকারকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ক্রিকেট দুনিয়ার ঈশ্বর তিনি। দেশের হয়ে ১০০ টা সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। ক্রিকেট দুনিয়ায় তার অবদান রয়েছে অনেক। অবশ্য সেকথা আর আলাদাভাবে না বললেও চলবে। খেলা থেকে অবসর নিলেও ক্রিকেট থেকে অবসর নেননি তিনি। ভারতীয় দলের পর বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যুক্ত রয়েছেন ক্রিকেট ঈশ্বর। তবে এই মুহূর্তে মিডিয়ার সূত্রে একাংশের মাঝে চর্চার আলো কেড়েছেন সচিন টেন্ডুলকার।

সচীনপুত্র

মিডিয়ার পাতায় চর্চায় থাকতে কোন কারণ লাগে না ক্রিকেট ঈশ্বরের। প্রায়ই কারণে অকারণে মিডিয়ার নজর কাড়েন তিনি। বর্তমান ক্রিকেট জগৎ-এর অন্যতম পরিচিত নাম শুভমান গিল। খুব সম্প্রতি তার প্রসঙ্গেই নিজের করা একটি মন্তব্যের সূত্র ধরেই চর্চার আলোয় রয়েছেন সচিন। আর সেই নিয়েই এখন মিডিয়ার পাতায় জল্পনা চলছে।

এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলছে। আর শুরু থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে জড়িয়ে রয়েছেন সচিন। তবে সাম্প্রতিক একটি খেলায় সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন শুভমান। এদিন তার সেঞ্চুরির জন্যই আরসিবিকে হারিয়ে প্লে-অফে পৌঁছেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর সেই কারণবশতই মিডিয়ার সামনে শুভমানের মন খোলা প্রশংসা করেছিলেন ক্রিকেট ঈশ্বর। এমনকি শোনা গিয়েছে, এর জন্য মিষ্টি বিতরণও করেছিলেন তিনি। আর এখন সেই নিয়েই একাংশের মাঝে চলছে তুমুল জল্পনা।

সচিন কন্যা সারা টেন্ডুলকারের পরিচয় আলাদাভাবে দেওয়ার প্রয়োজন নেই। ছোট থেকে সচিন কন্যা হিসেবেই তাকে চেনেন সকলে। তবে বর্তমানে মডেলিং দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন সারা। আর সেই নিয়েও মিডিয়ার পাতায় কম চর্চা নেই। তবে তার সাথে শুভমান গিলের নাম শোনা যাচ্ছে বিগত বেশ কিছু সময় ধরেই।

রাতের ঘুম উড়িয়ে দেবে উল্লুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

অবশ্য সেই খবরে এখনো পর্যন্ত সীলমোহর দেননি কেউই। তবে সাম্প্রতিক সময়ে এই তরুণ ক্রিকেটারের প্রশংসা করে সারা-শুভমানের সম্পর্কের জল্পনাকেই বাড়িয়ে দিয়েছেন খোদ ক্রিকেট ঈশ্বর। খুব সম্ভবত একজন তরুণ ক্রিকেটারকে উৎসাহিত করার উদ্দেশ্যেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন সচিন। তবে সেকথা মানতে নারাজ অনেকেই। বেশিরভাগেরই মত, সচিন কন্যা সারার সাথেই সম্পর্কে জড়িয়েছেন শুভমান। আপাতত, সেই প্রসঙ্গ নিয়েই একাংশের মাঝে চর্চা তুঙ্গে।