শুভশ্রীর জায়গা দখল যেভাবে করলেন জয়া আহসান

শুভশ্রী গাঙ্গুলী ও জয়া আহসান

বিনোদন ডেস্ক : ‘দশম অবতার’ নামের নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি। এতে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েও অন্তঃসত্ত্বা হওয়ায় কারণে সিনেমাটি থেকে সরে দাঁড়াতে হচ্ছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। যার ফলে তার জায়গায় প্রস্তাব দেওয়া হয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে।

শুভশ্রী গাঙ্গুলী ও জয়া আহসান

বিনোদনভিত্তিক পোর্টাল ওটিটি প্লে’কে এমনটি জানিয়েছেন সৃজিত মুখার্জি। এই পরিচালকের ভাষ্য, জয়া চরিত্রটি করছেন। বর্তমানে তিনি পাণ্ডুলিপি পড়ছেন। এর মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর সৃজিতের সিনেমায় ফিরছেন জয়া।

শরীরের ৭টি জায়গায় ভুলেও হাত দিবেন না

এর আগে, পরিচালকের ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’তে অভিনয় করেন জয়া আহসান। উল্লেখ্য, একসময় এই পরিচালক-অভিনেত্রীর মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সৃজিতের সঙ্গে প্রেমের খবর কোনওদিনই স্বীকার করেননি জয়া। বরাবরই এই অভিনেত্রী ও নির্মাতা দাবি করে আসছেন যে, প্রেমের বিষয়টি পুরোটাই গুজব