জুমবাংলা ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ব্যারিস্টার সুমন নামেই তিনি বেশি পরিচিত। ফেসবুক লাইভে চারপাশের বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রায়ই আলোচিত হন তিনি।
এবার তার বিভাগীয় জেলা সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষের সহযোগিতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দিয়ে অর্থ সংগ্রহ করে আবারও আলোচনায় এসেছেন তিনি। মাত্র এক দিনে ব্যারিস্টার সুমন সংগ্রহ করেছেন প্রায় ৭০ লাখ টাকা। এক ভিডিও বার্তায় তিনিই বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যারিস্টার সুমন বলেছেন, আমি আশ্চর্য হয়ে গেছি যে আপনারা আমাকে এতো বিশ্বাস করেছেন। আপনারা প্রায় ৭০ লাখ টাকা আমাকে পাঠানোর ব্যবস্থা করেছেন। সে জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাকে এতো বিশ্বাস করেছেন।
ব্যারিস্টার সুমন জানান ইতোমধ্যে তার হাতে ৫২ লাখ টাকা এসেছে। বাকি ১৮ লাখ টাকা শিগগির হাতে পাবেন তিনি।
ব্যারিস্টার সুমন বলেন, আমার দায়িত্বটা আরও অনেক বেশি বেড়ে গেছে। একজন মানুষকে, ব্যক্তিকে আপনারা এতো বিশ্বাস করেছেন। এটা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া।
সুমন তার ফুটবল একাডেমির ফুটবল সদস্যদের ত্রাণ বিতরণের ভলান্টিয়ার হিসেবে পাশে পাচ্ছেন। সংগৃহীত অর্থের পুরোটাই বন্যার্তদের সহযোগিতায় ব্যবহার করবেন বলে জানান তিনি। এসময় আরও সহযোগিতা কামনা করেন ব্যারিস্টার সুমন।
এমডির একমাসের বেতনসহ বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন ‘নগদ’-এর কর্মীরা
স্বেচ্ছাশ্রমে রাস্তা-ব্রিজ নির্মাণ, ফুটবল টুর্নামেন্ট আয়োজন, এলাকার বিভিন্ন দুর্নীতি-অসঙ্গতি নিয়ে লাইভ প্রোগ্রামসহ ব্যতিক্রমী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সুমন। সুমনের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরবাজার গ্রামে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।