৫০ হাজার টাকার বিনিময়ে ছাত্রদল নেতাকে ছেড়ে দেন এসআই

Torikul

জুমবাংলা ডেস্ক : বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে আটক করে ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে ছেড়ে দেয়ার পর তা ফেরত দেয়ার ঘটনায় সদর থানার এসআই তরিকুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। ঘটনা জানতে পেরে বগুড়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাছেদ থানায় গেলে ঘুষের টাকা অন্যের মাধ্যমে ফেরত দিয়ে থানা থেকে সটকে পড়েন এসআই তরিকুল ইসলাম।

Torikul
এসআই তরিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বগুড়া সদর থানায় এঘটনা ঘটে। বিষয়টি পিপি বাছেদ পুলিশ সুপারকে জানালে এসআই তরিকুলকে তাৎক্ষণিক থানা থেকে পুলিশ লাইনে ক্লোজ করেন।

বগুড়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাছেদ জানান, মঙ্গলবার রাতে সদর থানার এসআই তরিকুল শহরের জামিলনগর এলাকা থেকে সাবেক ছাত্রদল নেতা রুবেল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। রুবেল শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের গাজিউর রহমানের ছেলে। তিনি ২০১৮ সালে অনুমোদিত জেলা ছাত্রদলের সদস্য ছিলেন।

পিপি আবদুল বাছেদ আরও বলেন, রুবেল আমার গ্রামের বাসিন্দা। বিকেলে তার এক আত্মীয় জানায়, রুবেলকে থানা থেকে ছেড়ে দেয়ার সময় এসআই তরিকুল ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। এই খবর শুনে আমি নিজেই থানায় যাই। আমাকে দেখে এসআই তরিকুল থানা থেকে সটকে পড়েন এবং ঘুষের ৫০ হাজার টাকা রুবেলের ওই আত্মীয়কে ফেরত দেন। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলে এসআই তরিকুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, রুবেলের নামে ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের সঙ্গে থেকে সাধারণ ছাত্রদের উপর হামলার অভিযোগ করা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে। একারণে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। পরে যাচাই বাছাই করে ছেড়ে দেয়া হয়েছে।

৫০ হাজার টাকা ঘুষ নিয়ে ফেরত দেয়া প্রসঙ্গে তিনি বলেন, শুনেছি এসআই তরিকুল ৫০ হাজার টাকা নিয়ে পরে ফেরত দিয়েছেন। এ ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।