বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়ক ও অভিনেতা সিয়াম আহমেদ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে নিজের প্রেমের গল্প শেয়ার করেছেন।
তিনি বলেন, আমি যখন আইন পড়া শুরু করি তখন আমার স্ত্রীর বোন ছিল আমার বন্ধু, যার নাম অর্পিতা। ওদের বাসায় যাতায়াত থেকেই পরিচয়। মূলত ওদের বাসার ছাদে প্রথম দেখা।
তিনি বলেন, কোনো একটা জন্মদিনের দাওয়াতে তাদের বাসায় যাওয়া হয়। সেখানে কেক কাটা হবে তার আগে আমরা জানতে পারি অবন্তী কান্না করছে। অবন্তীকে ডাকলে তার বোন জানায় ও আসবে না। সবাই কারণ জানতে চাইলে জানা যায় অবন্তীর মা ওমরায় গিয়েছেন এবং তিনি দুই ঘন্টা যাবত ফোন ধরছেন না। অবন্তীর ধারণা তার মায়ের কোনো বিপদ হয়েছে, তাই তিনি ফোন ধরছেন না।
অভিনেতা জানান, তখন আমরা সবাই এটা নিয়ে হাসাহাসি করি। আমরা বলাবলি করি যে বাচ্চা মেয়ে নাকি ইত্যাদি। হয়তো উনি ব্যস্ত, নেটওয়ার্ক নেই বা অন্য কোনো সমস্যা হতে পারে।
সিয়াম বলেন, এরপর থেকে আমার ওর জন্য একটা সফ্ট কর্নার তৈরি হয়েছিল। মনে হয়েছিল মানুষের সাথে মানুষের, মায়ের সাথে, বাবার সাথে তো এরকম সম্পর্কই হওয়া উচিত। আর এই থেকে আমার একটা শ্রদ্ধার জায়গাও তৈরি হয় ওর জন্য।
তিনি বলেন, আমি যখন বিয়ে করব ঠিক করি তখনও আমি এটা ভেবেছি যে, আমি এমন কাউকে পছন্দ করেছি যে আমি না থাকলে আমার বাবা মা কে এইভাবে কেয়ার করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।