সিয়াম-সাফা কবির জুটির নতুন যাত্রা

বিনোদন ডেস্ক : দুজনের বোঝাপড়া ছোটপর্দা দিয়েই। তবে একজন এখন সিনেমার জনপ্রিয় নায়ক। অন্যজন নাটকেই খুঁজে নিয়েছেন নিজের স্বাচ্ছন্দ্য। বলছি তরুণ চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নাট্য অভিনেত্রী সাফা কবিরের কথা।

সিনেমায় সিয়ামের বৃহস্পতি তুঙ্গে। তার একের পর এক ছবি হিট হচ্ছে। দর্শক হৃদয়ে আলাদা আসন গেড়ে নিয়েছেন ইতোমধ্যে।

আর সাফা কবির নিজ অভিনয়গুণে নিজস্ব দর্শক সৃষ্টি করেছেন। তার নাটকগুলো বেশ প্রশংসিত হচ্ছে।

এবার নতুন রূপে ধরা দিচ্ছে এ জুটি। একটি প্রতিষ্ঠানের প্রচারণার মিশন। প্রতিষ্ঠানটির নাম রবি।

এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাদের রবির নতুন নতুন বিজ্ঞাপনে জুটি হিসেবে দেখা যাবে।

সম্প্রতি এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সিয়াম-সাফা আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেন তারা। এখন থেকে এই জুটি রবির বিভিন্ন প্রচারমূলক কার্যকলাপে পারফর্ম করবে, যার মাধ্যমে রবি দেশসেরা ইন্টারনেট এক্সপেরিয়েন্স প্রদানের প্রতিশ্রুতি প্রচার করবে।

এ বিষয়ে সিয়াম আহমেদ গণমাধ্যমকে বলেন, দেশসেরা ইন্টারনেট এক্সপেরিয়েন্স ও ইনোভেটিভ ডিজিটাল সলিউশন প্রদানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে রবির সঙ্গে কাজ করব। এ কাজে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।