ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বরগুনার জামায়াত নেতা মো. শামীম আহসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। জামায়াত নেতার মন্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুকে লক্ষ্য করে অশ্লীল ও কুরুচিপূর্ণভাবে আক্রমণ করা হয়েছিল।

এ বিষয়ে প্রতিবাদ জানাতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং তাঁর কুশপুতুল দাহ করা হয়। এতে অংশ নেন ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক এবং ‘২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্রলীগের নির্যাতনের শিকার সানজিদা আহমেদ তন্বী’।

তন্বী অভিযোগ করেছেন, প্রতিবাদ কর্মসূচির পর থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির মুখে পড়ছেন। তার দাবি, ছাত্রশিবিরের কিছু কর্মী তাকে লক্ষ্য করে মানহানি ও হয়রানি চালাচ্ছে। তিনি বলেন, শিবির মানুষের ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করছে।
তন্বী আরও উল্লেখ করেছেন, বরগুনার জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদই তার মূল উদ্দেশ্য ছিল। বিষয়টি কোনও নির্বাচনী ইডিওলজি বা অন্য প্রেক্ষাপটে নয়। পরে ওই ব্যক্তি ক্ষমা চেয়ে ভিডিও বার্তাও প্রদান করেন।
তিনি বলেন, শিবিরের কিছু সদস্য বিষয়টি মেনে নিতে পারছে না। সামাজিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের কিছু সমর্থক তাকে মিথ্যা তথ্য ছড়িয়ে চরিত্রহননের চেষ্টা করছে। তন্বী সবার প্রতি আহ্বান জানিয়েছেন, মনের জ্বালা প্রকাশ করার সময় শান্তি বজায় রাখতে। তিনি নিজেও মানসিকভাবে দৃঢ়, তাই এই ধরনের হয়রানি তার ওপর প্রভাব ফেলে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


