জুমবাংলা ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কনক হাসান (২৫) নামের এক বখাটের বিরুদ্ধে।

গেলো শনিবার (১৩ আগস্ট) সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বিষয়টি নিশ্চিত করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, রাতেই ওই বখাটের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর বাবা। ডাক্তারি পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
কনক হাসান উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কাদেরের ছেলে।
জানা যায়, নির্যাতিতা ওই স্কুলছাত্রী উপজেলার ডোয়াইল ইউনিয়নের একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে আসা-যাওয়ার সময় কনক হাসান প্রতিদিন তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। এনিয়ে স্কুলছাত্রীর বাবা বারণ করলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। শুক্রবার দিনগত রাতে নির্যাতিতার বসতঘরে সিঁধ কেটে ঘরে ঢুকে মুখ বেঁধে ধর্ষণ করেন। এসময় স্কুলছাত্রীর চিৎকারে মা-বাবা পাশের রুম থেকে দৌড়ে আসলে কনক পালিয়ে যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



