বিনোদন ডেস্ক : প্রায় এক যুগ আগে বলিউডে আত্মপ্রকাশ করেন আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ান। ২০১২ সালে করণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মধ্য দিয়ে।
সিনেমা মুক্তির এক দশক পর বলিউডের তারকা অভিনেত্রীদের তালিকায় একদম প্রথমের দিকে নাম আলিয়ার। তার সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকেন বি-টাউনের বিভিন্ন তারকা। তবে ক্যারিয়ারের প্রথম সিনেমার আলিয়ার সঙ্গে কাজ করতে চাননি সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ান।
তবে কেন কাজ করতে চাননি, জানেন কি?
‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজনের সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে এসেছিলেন সিদ্ধার্থ ও বরুণ। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর তৃতীয় ‘স্টুডেন্ট’ আলিয়া সেই পর্বে উপস্থিত না থাকলেও নিজের দুই সহকর্মী ও বন্ধুর জন্য ভিডিওবার্তা পাঠিয়েছিলেন অভিনেত্রী।
আর সেখানেই করণ জোহর খোলাসা করেন, আলিয়ার সঙ্গে নাকি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় কাজ করতে চাননি সিড ও বরুণ।
করণ বলেন, ‘আমার মনে আছে, আলিয়া সেটে আসামাত্রই সিড আর বরুণ আমাকে টেক্সট করে বলেছিল ওকে (আলিয়া) ছবিতে কাস্ট না করার জন্য। একজনের যুক্তি ছিল, আলিয়া নাকি বয়সে খুবই ছোট। ফটোশুটের সময়ও আলিয়া চুপ করে দাঁড়িয়েছিল। কারণ, ও জানত যে সিড আর বরুণ আমাকে আগে থেকে চেনে। আর আলিয়া সেই সময় আমাকে একেবারেই চিনত না। তবে আমি ওর প্রথম শট দেখেই বুঝতে পেরেছিলাম!’
তবে বরুণের সঙ্গে আরিয়ার প্রথম সাক্ষাতে অভিনেত্রীর কাছে তাকে দাম্ভিক বলে মনে হয়েছিল। অবশ্য সিডকে নিয়ে কোনো মন্তব্য করেননি আলিয়া।
প্রাথমিকভাবে একে অপরকে তেমন পছন্দ না করলেও এক দশক পরে একে অপরের ভালো বন্ধু আলিয়া ও বরুণ। অন্যদিকে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর পরে সিডের সঙ্গে বেশ কিছু বছর প্রেম করেছিলেন আলিয়া। সেই প্রেমের সম্পর্কে ইতি টানলেও এখনও বন্ধুত্ব বজায় রেখেছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।