বিনোদন ডেস্ক : করণ জোহরের কফি কাউচে কফিতে চুমুক দেবেন চলেছেন শাহিদ কাপুর আর কিয়ারা আডবানি। আর এই এপিসোডেও বেশ ভালোই আলোচনা চলল সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে কিয়ারার প্রেম নিয়ে।কিয়ারা আডবানি আর সিদ্ধার্থ মলহোত্রা গত ২ বছর ধরে একে-অপরের সঙ্গে সম্পর্কে আছেন বলে খবর। কফি কাউচে কিয়ারা ভালো মত লেগপুল করলেন শাহিদ।

শুধু তাই নয় কিয়ারা বিয়ের তারিখও ফাঁস করে দিচ্ছিল শাহিদ। কবীর সিং ছবিতে কিয়ারা ও শাহিদের রসায়ন ম্যজিক করেছিল রূপোলী পর্দায়। কিও সিদ্ধার্থের পর্বের অনেকটাই জুড়ে ছিল সিদ্ধার্থ ও কিয়ারর বিয়ের চর্চা। তবে এতটাতেই ক্ষান্ত হননি করণ। তুলে এনেছেন সিদ্ধার্থের যৌন জীবনের প্রসঙ্গে।
এই মুহূর্তে সিদ্ধার্থ মালহোত্রার ও কিয়ারা আডবাণী সম্পর্কের বিটাউনের টক অফ দ্য টাউনে। শুধু তাই নয় বলিউডের মোস্ট এলিজিবেল বেচলর সিদ্ধার্থ। যদিও তাঁদের সম্পর্কের খবর বিটাউনের ওপেন সিক্রেট। করণ তাঁর কফি কাউচে কিয়ারাকে জিজ্ঞেস করেন সিদ্ধার্থ ও তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে।
কিয়ারা হাসিমুখে বলেন, ‘খুব সুন্দরভাবে প্রশ্নটা উপস্থাপন করা হয়েছে। অবশ্যই আলাদা।… আমি আর সিদ্ধার্থ নিঃসন্দেহে বন্ধুর চেয়ে বেশি কিছু’। কিন্তু কবে বিয়ে করছেন কিয়ারা-সিদ্ধার্থ! করণের শোতে এসে শাহিদ বলেন চলতি বছরের শেষের দিকেই আসবে বড় খবর। আর সেটা সিনেমার খবর নয় একেবারেই।
‘শেরশাহ’-তে কাজ করার সময়তেই দানা বাধে প্রেমটা।তবে বেশকিছুদিন তা লোকচক্ষুর আড়ালেই রাখেন কিয়ারা সিদ্ধার্থ। ভুল ভুলাইয়া ২ মুক্তির সময় রটে যায় তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে যদিও পরে এক ইদের পার্টিতে তাঁরা বুঝিয়ে দেন একসঙ্গেই আছেন। রণবীর-আলিয়ার পর করণ এখন অপেক্ষায় রয়েছে সিদ্ধার্থ-মালহোত্রা ও কিয়ারা আডবাণীর বিয়ের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



