জুমবাংলা ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা, চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হয়ে পড়া আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র তুলেছেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান।
সোমবার (৫ জুন) আওয়ালী লীগ দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন এ অভিনেতা। বিষয়টি এদিন দুপুর ৩টায় চ্যানেল 24 অনলাইনকে নিশ্চিত করেন সিদ্দিক।
এ অভিনেতা বলেন, ‘আজই আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলাম। আগামীকাল মঙ্গলবার ফরম জমা দেয়ার জন্য চিন্তাভাবনা আছে। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।’
এছাড়াও তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মনোনয়ন বোর্ড যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেন, তাহলে আমি এ আসনে ফারুক ভাইয়ের অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়ন করব।
এছাড়া সোমবার (৫ জুন) ফেসবুক ভেরিফায়েড এক পোস্টে সিদ্দিক লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আজ ঢাকা ১৭ (গুলশান-বনানী ক্যান্টনমেন্ট) আসনের উপ-নির্বাচনের দলীয় নমিনেশন ফর্ম উঠালাম। সকলের কাছে দোয়া প্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহপাক সবাইকে হেফাজত করুন… আমিন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।