একবার মনে হচ্ছে মেয়েটি আপনার প্রেমে পড়েছে, আবার মনে হচ্ছে কিছুই নয়, আমিই বেশি বেশি ভাবছি! প্রেম নিয়ে এমন মধুর সমস্যায় পড়তে হয় অনেক ছেলেকেই। মেয়েটি আপনার প্রেমে পড়েছে কি না, সেটা বোঝা কখনো কখনো সহজ হয়, আবার কখনো কঠিন হতে পারে। তবে কিছু সাধারণ লক্ষণ রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আন্দাজ করতে পারেন সে আপনাকে ভালোবাসে কি না। নিচে কিছু লক্ষণ দেওয়া হলো—
হাসি: আপনার কোনো মজার কথা শুনে সবার থেকে একটু বেশিই হাসছে সে। আবার আপনার প্রতি তার দৃষ্টিও মনযোগী। মনোবিজ্ঞানের ভাষায়, ছেলেরা মেয়েদের হাসি পছন্দ করে। কোনো মেয়ে তাকে দেখে হাসলে মনে মনে খুশিই হয়। ফলে মেয়েদের হাসি আরও বিস্তৃত হয়।
অহেতুক ছুঁয়ে দেয়া: কোন স্পর্শ বেখেয়ালে আর কোন স্পর্শ সচেতনভাবে তা নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন। খেয়াল করে দেখুন, সে একটু বেশিই আপনাকে ছুঁতে চাইছে কি না। কারণে অকারণে হাতে হাত লেগে যাচ্ছে কিনা। আবার মিষ্টি হেসে আপনাকে সরিও বলছে হয়তো। কিন্তু তিনি চেষ্টা করছেন আপনার বাহুর স্পর্শ পেতে। তাহলে বুঝে নিন সে আপনার প্রেমে পড়েছে।
কাছাকাছি থাকতে চাওয়া: নানা অজুহাতে সে আপনার কাছাকাছি থাকতে চায়। যখনই কোনও মেয়ে লাজুক ভঙ্গিতে কিছু কথা বলার উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসবে তাহলে ধরেই নেবেন যে মেয়ে আপনার প্রেমে পাগল। একটিবারের জন্য হলেও আপনার সঙ্গে একান্তে কথা বলতে চায়। তাই এমনটা হলে তার বিষয়ে চিন্তাটা ইতিবাচক করতেই পারেন।
অকারণে তাকিয়ে থাকা: চারপাশের আরকিছু খেয়ালে নেই, ক্ষণে ক্ষণেই আপনার দিকে তাকিয়ে আনমনা হয়ে যাচ্ছে। আপনাকেই দেখছে। কেউ খোঁচা মেরে কিছু বললে তাও উপভোগ করছে। তাহলে জেনে নিন সেই চাহনির মধ্যে আছে ভালোবাসা। প্রেমে পড়লে চোখ কথা বলবেই।
বারবার চুল ঠিক করা: মেয়েরা অন্যান্য সাজপোশাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারলেও চুল নিয়ে সবসময়ই থাকে দ্বিধা-দ্বন্দ্বে। চুল ঠিক কীভাবে রাখলে দেখতে বেশি ভালোলাগবে, সেই চিন্তাটাও কাজ করে। তাই খেয়াল করুন নিজেকে আপনার কাছে সুন্দর করে উপস্থাপন করতে সে বারবার চুল ঠিক করছে কি না।
মনোযোগ দিয়ে কথা শোনা: আপনার কথা মনোযোগ দিয়ে শুনে মেয়েটি। যতই রসিকতা বা মশকরা করেন না কেন, তার সুন্দর প্রতিক্রিয়া জানায় সে। যাই বলেন হেসে জবাব দিচ্ছে। এতে বুঝবেন সে আপনার প্রতি দুর্বল।
কথা বলতে আগ্রহী: কোনো না কোনো অজুহাতে আপনার সঙ্গে কথা বলতে চায়। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ইমোজি পাঠায়, মাই স্টোরিতে সবসময় মজার মজার প্রতিক্রিয়া পাঠায়। তাহলে বুঝতে হবে সে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী।
হালকা ঈর্ষা প্রকাশ করা: আপনি অন্য কোনো মেয়ের সঙ্গে বেশি সময় কাটালে বা কথা বললে অস্বস্তি প্রকাশ করে। হয়তো সরাসরি কিছু বলে না, কিন্তু মন খারাপ করে থাকে। এতে বুঝবেন সে আপনার প্রতি দুর্বল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।