বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : OPPO তাদের “কে” সিরিজের নতুন ফোনে কাজ করছে এবং শীঘ্রই এই ফোনটি টেক মঞ্চে পেশ করে দেওয়া হবে। এবার কোম্পানি পক্ষ থেকে সিরিজের আপকামিং ফোনগুলি OPPO K13, OPPO K13 Pro এবং OPPO K13x নামে লঞ্চ করা হতে পারে। ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই আপকামিং ফোনগুলি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে লিকের মাধ্যমে এই 5G Oppo ফোনগুলির স্পেসিফিকেশন প্রকাশ্যে এসে গেছে।
লিক অনুযায়ী OPPO K13x ফোনটি সিরিজের সবচেয়ে ছোট স্মার্টফোন হতে চলেছে। একইভাবে OPPO K13 Pro ফোনে সবচেয়ে শক্তিশালী স্পেসিফিকেশন পাওয়া যাবে। লিক অনুযায়ী OPPO K13 Pro ফোনে Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। অন্যদিকে OPPO K13 ফোনটিতে Dimensity 8400 প্রসেসর যোগ করা হতে পারে।
লিক থেকে জানা গেছে সিরিজের K13x ফোনে Snapdragon 6 Gen 4 প্রসেসর থাকবে। এই তিনটি ফোনই অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে কাজ করবে। এর সঙ্গে ফোনে লেটেস্ট কালার ওএস কাস্টম স্কিন থাকবে।
OPPO K13 সিরিজের স্পেসিফিকেশন (লিক)লিক অনুযায়ী OPPO K13 সিরিজের ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হবে। এটি সিরিজের যে কোনো একটি মডেলে পাওয়া যাবে। এই বড় ব্যাটারির সঙ্গে 80W ফাস্ট চার্জিং সাপোর্টও থাকবে। সিরিজের বাকি দুটি ফোনে 6,000mAh এর চেয়ে বড় ব্যাটারি যোগ করা হবে।
OPPO K13 সিরিজের সবকটি ফোনে AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী OPPO K13x ফোনে 6.67-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হবে। অন্য দুটি মডেলেও 6.5 ইঞ্চির চেয়ে বড় ডিসপ্লে যোগ করা হবে। এই তিনটি ফোনই 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে।
ফটোগ্রাফির জন্য OPPO K13 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। লিক অনুযায়ী এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হবে। অপরদিকে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
OPPO K13, OPPO K13 Pro এবং OPPO K13x ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে জানা গেছে। এর সঙ্গে এই ফোনে আইআর ব্লাস্টার ও আইপি6* যোগ করা হতে পারে। তবে ফোনগুলির সঠিক স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য সিরিজ লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।