সিজদায় জমিন থেকে পা উঠে গেলে নামাজ হবে কি ?

ধর্ম ডেস্ক : ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল নামাজ। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ফরজ। নামাজের অন্যতম অনুষঙ্গ সিজদা। বান্দা সিজদার সময় মহান আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকেন।

namaz

সিজদা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে — বিনয়, মাথানত করা, ঝুঁকে পড়া, চেহারা মাটিতে রাখা ইত্যাদি। ইসলামি শরিয়তের পারিভাষায় মহান আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে বিনম্রচিত্তে সাতটি অঙ্গের মাধ্যমে মাটিতে লুটিয়ে পড়ে— যে ইবাদত করা হয়, তাকে সিজদা বলে।

সিজদায় যাওয়ার নিয়ম হলো- শরীরের যে অঙ্গ জমিনের সবচেয়ে কাছাকাছি — সিজদার সময়ে সে অঙ্গ সবার আগে জমিনে যাবে। এ হিসেবে সবার আগে হাঁটু জমিনে রাখা হবে। এরপর পর্যায়ক্রমে হাত, নাক ও তারপর কপাল রাখা হবে।

সিজদা থেকে উঠার মুহূর্তে শরীরের যে অঙ্গ জমিন থেকে দূরবর্তী— আগে সে অঙ্গ ওঠবে। সুতরাং সিজদা থেকে উঠার সময় সবার আগে কপাল ওঠবে। এরপর উভয় হাত এবং এরপর হাঁটু। এরপর সোজা হয়ে দাঁড়াবে।

বৃদ্ধ বা অসুস্থদের এভাবে সিজদা করতে কষ্ট হলে, তারা চাইলে জমিনে আগে হাত রাখতে পারবেন। এতে কোনো অসুবিধা হবে না। (তিরমিজি, খণ্ড : ০১, পৃষ্ঠা : ৩৬)

সিজদায় সাতটি অঙ্গ মাটিতে লাগানো আবশ্যক। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

‏ أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ عَلَى الْجَبْهَةِ وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ ـ وَالْيَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ وَأَطْرَافِ الْقَدَمَيْنِ، وَلاَ نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ

অর্থঃ আমাকে সাতটি অঙ্গের ওপর সিজদা করতে নির্দেশ দেয়া হয়েছে। কপাল, তিনি হাত দিয়ে নাকের দিকে ইশরা করে নাককেও এর অন্তর্ভুক্ত করেন আর দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের আঙ্গুলসমূহ। আর আমরা যেন চুল ও কাপড় না গুটাই। (বুখারি; মুসলিম)

নারীর খতনা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল পার্লামেন্ট

নামাজে সিজদার শুরু থেকে শেষ পর্যন্ত দুই পা জমিনে রাখা সুন্নতে মুয়াক্কাদা। আর সিজদার অধিকাংশ সময় কোনো রকম অসুবিধা ছাড়া দুই পা বা কোনো এক পা জমিন থেকে পৃথক রাখা মাকরহে তাহরিমি। তবে সিজদায় অল্প সময়ের জন্যও পা জমিনে রাখলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু পুরো সিজদার মধ্যে কোনো পায়ের সামান্য অংশও যদি জমিনে না লাগে তাহলে নামাজ ভেঙে যাবে। নামাজ শুদ্ধ হবে না। সে নামাজ দ্বিতীয় বার পড়তে হবে। (আদ-দুররুল মুখতার : ১৪৪৭; ফাতাওয়া তাতারখানিয়া : ১/৫০৬)