বিনোদন ডেস্ক : বক্স অফিসে ১৩তম দিন পেরিয়ে ১৪ তম দিনে সালমান খানের ঈদের ছবি ‘সিকান্দার’। যদিও শুরু থেকেই বক্স অফিসে তেমন আশাজাগানিয়া পারফর্ম করতে পারেনি এই ছবি। তবে গতি ধীর হলেও এগিয়ে যাচ্ছিল ‘সিকান্দার’।
তবে ইতোমধ্যে সালমানের ‘সিকান্দার’র সঙ্গে লড়াই করতে ‘জাঠ’ নিয়ে মাঠে হাজির সানি দেওল। গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে ছবিটি। তাই তো শেষ দুইদিনে ‘সিকান্দার’ খানিকটা চেপেই গেছে।
ভারতীয় গণমাধ্যমের সূত্রে, ‘জাঠ’ এর লড়াই শুরু না হতেই ভাইজান সালমানের ছবিটি বেশ পিছিয়ে পড়েছে। ঘরোয়া বক্স অফিসে ১৫০ কোটির ঘর টপকাতেও বেশ বেগ পেতে হচ্ছে ‘সিকান্দার’কে।
যদিও স্যাকনিল্ক এর তথ্য অনুযায়ী, ‘জাঠ’ ছবি মুক্তির পর ১২তম দিনে ‘সিকান্দার’ মাত্র ৭৫ লক্ষ আয় করে। এরপর প্রাথমিক অনুমান অনুযায়ী, ১৩তম দিনে সিকান্দার-এর আয় আরও কমে মাত্র ৩ লক্ষতে নেমে এসেছে। এর ফলে ছবিটির ঘরোয়া বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১০৮ কোটি রুপি। এছাড়াও সিকান্দার বিশ্বব্যাপী ২৫০ কোটি আয় করে ফেলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।