জুমবাংলা ডেস্ক : নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসির ফল প্রকাশের দাবিতে আন্দোলনকারী পরীক্ষার্থীরা দাবি পূরণে শিক্ষা মন্ত্রণালয়কে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় তারা একযোগে সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে সচিবালয়ে প্রবেশ করে দাবি পূরণে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা।
দুপুর ২টার দিকে তারা জিরো পয়েন্টের দিকে সচিবালয়ের গেট দিয়ে হুড়মুড় করে পুলিশের বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে পড়েন। তারা সচিবালয়ে ঢুকে ৬ ও ১১ নম্বর ভবনের মাঝামাঝি জায়গায় মিছিল করতে থাকেন।
এরপর তারা দাবি পূরণে শিক্ষা মন্ত্রণালয়কে এক ঘণ্টা সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ের পর পার হয়ে গেলে বিকেলে পৌনে ৪টার দিকে তারা সবাই একযোগে সচিবালয়ের ছয় নম্বর ভবনের ২০ তলায় দিয়ে অবস্থান নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।