জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে কম্পিউটার সায়েন্স বিষয়ে পাঠদানের ক্ষেত্রে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সব প্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে যদি এসব বিষয়গুলোর শিক্ষক পাওয়া না যায়, তাহলে বিকল্প ব্যবস্থার সুযোগ থাকবে। এ ক্ষেত্রে সরকারি কলেজের অধ্যক্ষ অথবা বেসরকারি কলেজের গভর্নিং বডি নিজস্ব ব্যবস্থাপনায় জেলা বা উপজেলা পর্যায়ে কর্মরত কম্পিউটার প্রোগ্রামার কিংবা সহকারী প্রোগ্রামার (এপি) বা আইসিটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী দক্ষ রিসোর্স পারসনকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পারবেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কম্পিউটার সায়েন্স বিষয়ে পাঠদানের ধারাবাহিকতা ও গুণগত মান বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষক সংকটের কারণে যেন শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


