জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আরো তিনটি কলেজ থেকে আওয়ামী লীগে নেতাদের নাম বাদ দেয়া হয়েছে। একই সঙ্গে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নাম দেয়া হয়েছে। এর মধ্যে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও আব্দুল হামিদের নামে দুইটি কলেজ রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষদের এ নির্দেশনা বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নিম্নোক্ত ছকে উল্লিখিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নাম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখার ২০২৫ খ্রিষ্টাব্দের ২৮ জুলাইয়ের জারিকৃত চিঠির নির্দেশনার আলোকে ২ নম্বর কলামের বিদ্যমান নাম পরিবর্তন করে ৩ নম্বর কলাম অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নামকরণ করা হলো।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজের পরিবর্তিত নাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজ। কিশোরগঞ্জের ভৈরবের জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ পরিবর্তিত নাম ভৈরব সরকারি মহিলা কলেজ। কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ ইটনা এর পরিবর্তিত নাম ইটনা সরকারি কলেজ রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


