শিক্ষার্থীদের কটাক্ষ করে তসলিমা নাসরিনের পোস্ট

taslima nasrin

বরাবরই নানা বিষয়ে মন্তব্য করে আলোচনা-সমালোচনার শীর্ষে থাকেন ভারতে নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। এবারে এইচএসসির ফল প্রকাশের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি।

taslima nasrin

তসলিমা নাসরিন লিখেছেন, ‘মেধাবীরা ফেল করছে কেন?’

আকর্ষণীয় কিছু জিকে প্রশ্ন এবং ধাঁধা

মুহূর্তেই পোস্টটি মিশ্র প্রতিক্রিয়ায় ভরে যায়। কেও মন্তব্যের ঘরে লিখেছেন, ‘পড়ালেখা না করে রাস্তায় আন্দোলন করে বেড়ালে পাশ করবে কেমনে।’ কেও লিখেছেন, ‘মেধাবীদের পাশ করার কী দরকার!! তারা তো দেশ জয় করে ফেলেছে।’