শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিলে পরিণতি ছাত্রলীগের মতোই হবে : হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ

জুমবাংলা ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের পর ‘কুয়েটের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান

মঙ্গলবার সন্ধ্যায় ঢাবির রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ ও সমাবেশ করেন সংগঠনের নেতা-কর্মীরা। পরে তারা মিছিল নিয়ে ভিসি চত্বর ঘুরে আবার রাজু ভাস্কর্যে ফিরে আসে।

সমাবেশে সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গত ১৬ বছরের নির্যাতন ভুলে যাবেন না। জালিম হয়ে উঠবেন না। শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিলে পরিণতি ছাত্রলীগের মতোই হবে।’

স্বল্প খরচে শব্দের চেয়েও পাঁচ গুণ বেশি গতিতে উড়বে যে ড্রোন!

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রে উত্তরণের লড়াই সম্মিলিত লড়াই। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি ক্যাম্পাসে ফিরিয়ে আনা যাবে না। শিক্ষার্থীদের জন্য রাজনীতি করতে হলে তাঁদের মতো চলতে হবে, তাঁদের ভাষায় কথা বলতে হবে। কিন্তু ক্যাডার পলিটিকস, হল দখল, সিট বাণিজ্য ও চাঁদাবাজি করলে পরিণতি হবে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মতো।’