জুমবাংলা ডেস্ক : অবশেষে পদত্যাগ করলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত ভিসি অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি।
বুধবার (২১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রেরিত পত্রে তিনি ব্যক্তিগত কারণে ভাইস-চ্যান্সেলর পদ হতে অব্যাহতি চেয়ে আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলাম।
এর আগে উপাচার্যের পদত্যাগ, ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা ও দ্রুত ক্যাম্পাস খুলে দেয়া সহ সাত দফা দাবিতে দফায় দফায় বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা। এতেও উপাচার্য পদত্যাগ না করলে গতকাল ২১ আগস্ট (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত পত্রের প্রেক্ষিতে উপাচার্যের অনুপস্থিতিতে ডিন কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপাচার্য পদত্যাগের পর ক্যাম্পাসে আনন্দ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিকৃবির স্বমন্বয়ক আজিজুল হক আজাদ বলেন, উপাচার্যের পদত্যাগ পরবর্তী আমাদের সাত দফা দাবি ছিল। আশা করি শীঘ্রই রাজনীতি মুক্ত ক্যাম্পাসসহ সব দফা পুরণ হবে এবং আমরা দ্রুত ক্লাসে ফিরে যেতে পারবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।