খেলাধুলা ডেস্ক : এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মঙ্গলবার (২৫ মার্চ) মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও ভারত। আগুনে উত্তাপ ছড়ানো এই ম্যাচের স্কোর লাইন পুরো গেমের উত্তাপ বর্ণনা করতে পারবে না।
ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। বাংলাদেশের হয়ে দলের রক্ষাকবচের ভূমিকায় ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে আসা ফুটবলার হামজা চৌধুরী। তাই সবার নজর ছিল তার দিকেই। দারুণ পারফরম্যান্স দিয়ে নিজের জাত চিনিয়েছেন এই ফুটবলার। তাই তো ম্যাচ শেষ হলেও হামজার জাদুতে এখনও বিমোহিত শিলং।
মঙ্গলবার ম্যাচ শেষ করে বুধবার (২৬ মার্চ) সকালে শিলং থেকে ঢাকা গেছে বাংলাদেশ দল। সেখান থেকেই লন্ডনের পথে যাত্রা করবেন হামজা চৌধুরী। তার খেলায় মুগ্ধ হয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শিলংবাসীরা।
শিলংয়ের পথে প্রান্তরে বুধবারের ম্যাচ নিয়ে আলোচনার সময় দেখা হয় স্ট্যাট ব্যাংক অব ইন্ডিয়ায় কর্মরত এক ফুটবল ভক্তের সঙ্গে। নাম জানতে চাইলে তিনি বলেন, আমাকে আপনি ফুটবল ভক্ত হিসেবেই মনে রাখুন। নাম দিয়ে নয়।
বাংলাদেশ-ভারত ম্যাচে দারুণ খেলেছে হামজা চৌধুরী। তার পারফরম্যান্স সত্যিই মনে রাখার মতো। ম্যাচে বেশ কিছু সুযোগ বাংলাদেশ পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য। কিছু করার নেই। তবে দল হিসেবে বাংলাদেশ দারুণ খেলেছেন এটা বলতেই হবে।
ম্যাচ দেখতে স্টেডিয়ামে ছিলেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টিকিট পাইনি। এখানে ফুটবলের যেকোনো ম্যাচেই টিকিট পাওয়া কষ্ট। তবে আমি টিভিতে পুরো ম্যাচ দেখেছি।
হামজা যেভাবে লিস্টন কোলাচো থেকে শুরু করে সুনীল ছেত্রীকে আটকে দিল, সে কথা মনে থাকবে। শুধু হামজা নন তারিক কাজির খেলাও ভালো লেগেছে বলে জানান তিনি।
খেলাধুলা সামগ্রীর ব্রান্ড পুমায় কর্মরত সেলসম্যান সুইটির মুখেও প্রশংসা বাংলাদেশের হামজাদের। হামজার খেলা দেখতে বাংলাদেশে আসতে চান তিনি। সুইটি বলেন, হামজা চৌধুরী দারুণ খেলেছে। প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার ভালো খেলবে এটাই স্বাভাবিক। তবে বাংলাদেশের দল হিসেবেও পারফরম্যান্স দারুণ ছিল। গোল না হলেও ম্যাচটা উপভোগ্য ছিল।
শিলংয়ের পথে ঘাটে বেশিরভাগ সময় বাংলাদেশ-ভারত ম্যাচটি নিয়ে আলোচনা শোনা গেছে। আলোচনার শিরোনামে ছিলেন হামজা চৌধুরী। এমনটা শেষ কবে হয়েছে ঠিক মনে করা কঠিন। এভাবেই একদিন পুরো বিশ্বের মানুষের আলোচনায় থাকবে বাংলাদেশের ফুটবল এমনটা প্রত্যাশা খুব বেশি না।
একদিন বাংলাদেশও বিশ্ব ফুটবলে নিজেদের ভিন্ন স্থান করে নেবে এমন স্বপ্ন দেখাই যায়। হামজার মতো আরও অনেক ফুটবলার সকলের মন জয় করে বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করবে এমনটাই প্রত্যাশা পাড় ফুটবল ভক্তদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।