সীমান্তে আবারও বিএসএফের গু.লিতে ঝরলো প্রাণ

BSF

জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তার বাবা ও আরেক ব্যক্তি।

BSF

আজ সোমবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলা ধনতলা সীমান্তের ৩৯৩ নং পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রী জয়ন্ত কুমার সিংহ উপজেলার ফকির ভিঠা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে।

আহতরা হলেন ফকির ভিটা বেলপুকুর গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহ ও নিটাল ডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ। তবে নিহত জয়ন্তের মরদেহ নিয়ে গেছে বিএসএফ।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। দুজন আহত হয়ে রংপুরে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ এখনও বিএসএফের কাছে রয়েছে।’

ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল তানজির আহম্মদ বলেছেন, ‘এমন একটি ঘটনা ঘটেছে। আমরা মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রেখেছি।’

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর মা সঞ্জিতা রানী দাশের সঙ্গে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল কিশোরী স্বর্ণা রানী দাশ (১৪)। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে স্বর্ণা ঘটনাস্থলেই মারা যায়। তার বুকে গুলি লাগে। সে জুড়ীর নিরোদ বিহারী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো। পরে বিএসএফ তার লাশ নিয়ে যায়। ৩ সেপ্টেম্বর ভারতীয় কর্তৃপক্ষ স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করে।

শিক্ষা প্রশাসনে বড় রদবদল

এ ঘটনার পর সপ্তাহ পেরোতেই আরেকটি লাশ উপহার দিল বিএসএফ।